13.7 C
New York
রবিবার, সেপ্টেম্বর ২৬, ২০২১

আটপাড়ায় সিহাবের জানাযায় এমপি অসীম কুমার উকিল

বিজ্ঞাপন

আসাদুজ্জামান খান সোহাগ, স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার আটপাড়ার বানিয়াজান সরকারি সি.টি. পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ছালাম ফকিরের একমাত্র ছেলে সিহাব দীর্ঘদিন ভারতের সি.এম.সি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসারত ছিল। ক্যান্সার আক্রান্ত শিশু সিহাব নেত্রকোণা জেলার হলিচাইল্ড একাডেমির মেধাবী ছাত্র। তার চিকিৎসার জন্য শিক্ষক পিতা সহায় সম্বল বিক্রয় করে নিঃস্ব। সিহাবের চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সাংসদ অসীম কুমার উকিল ও সহধর্মীনি অধ্যাপিকা অপু উকিল ভারতের সিএমসি হাসপাতালে উপস্থিত থেকে চিকিৎসার খোঁজ খবরসহ আর্থিক সহযোগিতা করেছেন। গত ১৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় ক্যান্সার আক্রান্ত সিহাব পৃথিবীর মায়া ত্যাগ ইন্তেকাল ফরমাইয়াছেন। রবিবার সকাল ১০ ঘটিকায় সিহাবের গ্রামের বাড়ি পুখলগাঁও জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আটপাড়া কেন্দুয়া-১৫৯, নেত্রকোণা-০৩ এর স্থানীয় সাংসদ অসীম কুমার উকিল উপস্থিত থেকে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। সিহাবের অকাল মৃত্যুতে জানাযায় অংশগ্রহণকারী হাজার হাজার মুসল্লীগণও গভীর শোক প্রকাশ করেন এবং উপজেলা ব্যাপী শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

আরো পড়ুন>>> পাকনেত্র সাহিত্য পরিষদ (পাসাপ) এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
x