নওগাঁর আত্রাইয়ে ছায়াপথের উদ্যোগে পথ শিশুদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ৭০ জন পথ শিশুর মাঝে মিস্টি, সিংগারা এবং বিস্কুট বিতরণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতাসহ সদস্যবৃন্দ।
ছায়াপথের প্রতিষ্ঠাতা ডা.আশিষ সরকার বলেন, সমাজে বৃত্তবান লোকেরা প্রতিনিয়ত প্রচুর পরিমানে খাবার নষ্ট করে ডাষ্টবিনে ফেলে দেন। অথচ সারাদেশের বিভিন্ন রাস্তায় না খেয়ে ঘুরে বেড়ায় হাজার হাজার পথ শিশু। তাদের মুখে হাঁসি ফোটানো এবং অন্যান্য বাচ্চার মত বিদ্যালয়ে নিয়ে তাদেরকে সমাজের একজন করে গড়ে তোলার প্রয়াসে এ সংগঠন করেছি।
বিভিন্ন অনুষ্ঠানে অপেক্ষাকৃত ভালো খাবার এবং পোষাক প্রদানে সাংবাদিকদের মাধ্যমে সমাজে বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি। এসময় প্রভাষক মোয়াজ্জেম হোসেন মিঠু, আমানুল্লাহ ফারুক বাচ্চু, হুমায়ন কবির সোহাগ, আরিফুল ইসলাম,আত্রাই প্রেস ক্লাব সভাপতি রুহুল আমীন উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: বকশীগঞ্জে ওসির নির্ঘুম রাত! সিন্ধুক উদ্ধার, আটক-৮