নওগাঁর আত্রাইয়ে উপজলো আ’লীগ আয়োজিত বিশা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুল মান্নান মোল্লার উপর সন্ত্রাসী হামলার প্রতবিাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৮ নভম্বের দুপুরে উপজলো পরিষদ চত্তরে মানববন্ধন ও প্রতবিাদ সভায় সভাপতত্বি করেন উপজলো আ’লীগ সভাপতি নৃপেন্দ্রেনাথ দত্ত দুলাল। এতে সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, সাংগঠনকি সম্পাদক নাহদি ইসলাম বিপ্লব, প্রচার সম্পাদক ইউপি চেয়রম্যান আফছার আলী, দপ্তর সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফিউিল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মাহাদি মসনদ স্বরুপ, শ্রমকিলীগ সাধারন সম্পাদক সরদার সোয়েব, স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুইট দত্ত, কৃষক লীগ সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, মহিলালীগ ভারপ্রাপ্ত সম্পাদকিা জায়েদা বেগম, বিশা ইউনয়িন আ’লীগ সাংগঠনকি সম্পাদক আশরাফুল ইসলাম শিপনসহ আ’লীগ এবং সহযোগী সংগঠনরে নেতার্কমী প্রমুখ বক্তব্য রাখনে।
বক্তারা সন্ত্রাসী তোফা এবং তার বাহিনীকে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।