13.7 C
New York
রবিবার, জানুয়ারি ২৪, ২০২১

আত্রাইয়ে সবজির বীজ বিতরন

বিজ্ঞাপন

আল আমিন মিলন,আত্রাই, প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে শাক সবজির বীজ বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপনমঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে শাক সবজীর বীজ তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আরিফ মুর্শেদ মিশু, কৃষি অফিসার কেএম কাওছার হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, উপ-সহকারী কৃষি দীজেন কুমার সরকার, কাউছার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপনজানাযায়, খরিপ ২/২০২০-২১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা কর্মসূচীর বিনামূল্যে স্বল্প ও মধ্যম মেয়াদির আওতায় শাক সবজি হিসেবে লালশাক, ডাঁটা, মুলা, পুঁই, পালং, শসা, লাউ, মিস্টি কুমরা, করলা, মরিচ, বরবটি, শিম ও কলমী শাক বীজ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

আরো পড়ুন>>ব্রাহ্মণবাড়িয়া উপজেলার পিআইও’র অফিস সহকারীর হাতে আলাদিনের চেরাগ

বিজ্ঞাপন

আপনার মন্তব্য লিখুনঃ

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ সংবাদ

x