সারা দেশের ন্যায় জামালপুরে ইসলামপুরে আনুষ্ঠানিক ভাবে করোনা ভ্যাকসিন টিকা কর্মসূচির উদ্বোধন করেন ধর্মপ্রতিমন্ত্রী।
রবিবার (৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে কমপ্লেক্স চত্তরে প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড,জামাল আব্দুন নাছের বাবুল, মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম, ধর্ম মন্ত্রাণালয়ে উপ সচিব দিদারে আলম মোহাম্মদ মাকছুদ চৌধুরী,অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা আ’লীগের সহ-সভাপতি মজিবর রহমান শাহজাহান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে মুক্তিযোদ্ধা শাহ আলম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ এম আবু তাহের প্রথম টিকা গ্রহন করেন। উপজেলায় প্রাথমিক পর্যায়ে ১৫টি কেন্দ্রে ৪৬৮৫ জনকে দেওয়া হবে।
আরও পড়ুনঃ তারেক রহমানের ফরমায়েশী রায়ের প্রতিবাদে ইসলামপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল