13.7 C
New York
বুধবার, অক্টোবর ২৭, ২০২১

ইসলামপুরে ক্বওমী মাদরাসার তিন ছাত্রী নিঁখোজ

হোসেন আলী শাহ্ ফকির, ইসলামপুর প্রতিনিধি:

বিজ্ঞাপন

জামালপুর জেলার ইসলামপুরে এক মাদরাসার তিন ছাত্রী নিখোজের ঘটনা ঘটেছে। জানা যায়, ইসলামপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পলবান্ধা ভাটিপাড়া জামিয়া উম্মে হাবিবা রা. কওমী মহিলা মাদরাসা রবিবার (১৩ডিসেম্বর) ভোর থেকে ৩জন ছাত্রী নিখোজের খবর পাওয়া যায় হয়।

বিজ্ঞাপন

নিখোজ ছাত্রীরা হলো- মৌজাজাল্লা গ্রামের আবু রায়হান স্বপন মিয়ার ১৬ বছরের মেয়ে আরিফা আক্তার, রৌহারকান্দা গ্রামের মিষ্টার আলী’র সাড়ে ১২ বছরের মেয়ে মিতু আক্তার ও গাঁওকুড়া দর্জি পাড়া গ্রামের মোহাম্মদ আলীর সাড়ে ১১ বছরের মেয়ে মাহিনুর।বিজ্ঞাপন

এ ব্যপারে মাদরাসার মোহতামীম হাবিবুল্লাহ জানান- ফজরের নামাযের সময় মাদরাসার অন্যান্য ছাত্রীরা আমাকে জানায় তাদের মাঝখান থেকে ৩জন ছাত্রীকে খুজে পাওয়া যাচ্ছে না।বিজ্ঞাপন

পরে মাদরাসাসহ ইসলামপুরের রেলওয়ে স্টেশন, সিএনজি স্টেশন, সকালের ব্রহ্মপুত্র ট্রেন, ভোরের কমিউটার ট্রেনসহ বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পাওয়ায় ইসলামপুর থানায় জানানো হয় এবং এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ
ওসি প্রদীপের ইয়াবা বাণিজ্যের কথা জেনে যাওয়ায় সিনহাকে হত্যা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
x