13.7 C
New York
সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১

ইসলামপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন-চেক বিতরণ

হোসেন আলী শাহ্ ফকির, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

বিজ্ঞাপন

ইসলামপুর উপজেলার ১০নং গাইবান্ধা ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ও নদী ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে ১৫টি পরিবারের মাঝে এসব ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ৩ হাজার টাকার চেক ও ১ বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জামাল আব্দুন নাসের বাবুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু ও জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুল হক দুলাল প্রমুখ।

আরও পড়ুন: নাগরপুরে ধর্ষণ চেষ্টা মামলায় শ্বশুর গ্রেফতার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
x