জামালপুর জেলার ইসলামপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ইসলামপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র সহভাপতি ও নবী নেওয়াজ খান লোহানী বিপুলের নেতৃত্বে বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে রবিবার (২১ফ্রেবুয়ারী) বিকালে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম ঢালীর পক্ষে নেতাকর্মীদের সাথে নিয়ে পৌর শহরের থানা মোড়, দেনুয়ার মোড়, কাচারী পাড়া ও ধর্মকুড়া বাজারে গিয়ে সাধারণ ভোটারদের নিকট ধানের শীষ মার্কা ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি আওয়াল খান লোহানী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক বাবলু মন্ডল,পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা বিডিআর, জিয়া পরিষদের সভাপতি রুহুল আমীন, সাধারণ সাধারণ সম্পাদক আওয়াল সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদ খান লোহানী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বাক মিজানুর রহমান খান সোহাগ, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুজন, সাংগঠনিক সম্পাদক মনির খান লোহানী, ছাত্রদলের সাবেক সভাপতি নাজিম হোসেন নোমান, স্বেচ্ছাসেবক দলের নেতা নয়ন খান লোহানী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েস, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম, যুগ্ম আহ্বাক ছাব্বির খান লোহানী, সংগ্রামী দলের সভাপতি মিলন সরকার, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সোহানুর রহমান সোহান, হিন্দু বৌদ্ধ ঐক্যফ্রন্টের সভাপতি মহাদেব মহন্ত প্রমুখ।
আরও পড়ুনঃ যথাযাগ্য মর্যাদায় বকশীগঞ্জে আর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত এবং পুরস্কার বিতরণ