জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ প্রকল্পের আওতায় সম্প্রসারিত উপজেলা প্রশাসনিক ভবন নির্মাণ কাজ, ডরমিটরী ভবন নির্মাণের ভিত্তি স্থাপন ও জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী অধিদপ্তরের কার্যালয়ের দ্বি-তল ভিত বিশিষ্ট নব নির্মিত অফিস ভবনের শুভ উদ্বোধন করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল,এমপি।
রবিবার (৩ জানুয়ারী) সকালে প্রশাসনিক,ডরমিটরী ভবনের ভিত্তি স্থাপন ও জনস্বাস্থ্য প্রকৌশলীর নব নির্মিত অফিস ভবন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম জামান আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম মাজহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, উপ-সহকারি প্রকৌশলী রাকিবুর রহমান, খাদ্য কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম, উপজেলা আ’লীগের সহ সভাপতি আব্দুল লতিফ সরকার, মজিবুর রহমান শাহজাহান, অধ্যক্ষ জামাল আব্দুল নাছের চৌধুরী চার্লেস, শাহাদৎ হোসেন স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, মাকছুদুর রহমান আনছারী ও শ্রম বিষয়ক সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়াও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ে (বিআরডিবি হল রুমে) আয়োজিত কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় খাঁচায় মাছ চাষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
আরও পড়ুনঃ মুন্সীগঞ্জে গৃহবধুকে হত্যার অভিযোগে বিচারে দাবীতে মানববন্ধন