জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভাসহ বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি ভোগীদের নগদ হিসাব খোলার উদ্বোধন করেন ধর্ম মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল।
রবিবার দুপুরে পলবান্ধা ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রনালয়ের উপ সচিব দিদারে আলম মোহাম্মদ মাকছুদ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামান আব্দুন নাসের বাবুল, ভাইস চেয়ারমান আব্দুল খালেক আখন্দ, পলবান্ধা ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন স্বাধীন।
জানাযায়- বয়স্ক, বিধবা, প্রতিবদ্ধী মোট কার্ডধারী ২৯ হাজার ৭শ ৩৯জন। বয়স্ক ভাতা কার্ডধারী ১৬ হাজার ৮শত ৭৪ জন, বিধবা ৮ হাজার ১শ ১ জন এবং প্রতিবন্ধী কার্ডধারী ৪হাজার ৬শত ১৩ ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ভাতা ১শ ৫১ জন।
আলোচনা সভা শেষে সকল ভাতাভোগীদের জন্য নগদ হিসাব খোলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন- উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমীন।
আরও পড়ুনঃ কেন্দুয়ায় করোনা টিকাদান কার্যক্রম উদ্ভোধন করলেন অসীম কুমার উকিল