জামালপুরের ইসলামপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ইসলামপুর প্রেস মিডিয়া সাংবাদিক ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন সমূহ।
এ সময় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাজহারুল ইসলাম, ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া, ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, সহসভাপতি আব্দুল লতিফ সরকার, জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মানিকুল ইসলামসহ অন্যন্যরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের রুহের আত্তার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুনঃ জামালপুরে সরকারি কাজে বাঁধা, থানায় অভিযোগে প্রাণ নাশের হুমকি