13.7 C
New York
বৃহস্পতিবার, অক্টোবর ২১, ২০২১

ইসলামপুর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন

মোঃ হোসেন শাহ্ ফকির, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি \

বিজ্ঞাপন

বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলার ইসলামপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সফল করার উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এ বক্তব্য রাখেন, ধর্ম প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল বারী মন্ডল, উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের শেখ প্রমুখ।

বিজ্ঞাপন

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল এমপি বলেন, শনিবার (২৫ সেপ্টেম্বর) ইসলামপুর উচ্চ বিদ্যালয় জনতা মাঠ প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, এমপি।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী (নাদেল), আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, রেজাউল করিম হীরা,

পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি,জামালপুর-৫ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, সংরক্ষিত মহিলা এমপি হোসনে আরা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জি.এস.এম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সরোয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন চাঁন।

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী।

সম্মেলনটি সঞ্চালনা করবেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোঃ আব্দুস সালাম।

ত্রি-বার্ষিক কাউন্সিল সফল করার জন্য ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের পরিচিতি সভা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
x