উকিল মুন্সীর স্মৃতি
হাওর কবি শহীদুল্লাহ
বৌয়ালী গ্রামে মাজের পাড়া
সেই হাজী বাড়ির মসজিদ।
গোলাম রুসুল এর গুণী সন্তান
আব্দুল হক আকন্দ জন্ম।
মানুষের নাম পরিবর্তনে উকিল মুন্সী সাধক
তার চাচাতো ভাই মহিম উদ্দিন হাজী।
যার কাছে মক্তবে কোর আন পর ছেন তিনি,
মসজিদে বসে বাল্য কালীন
কেরাত আর গজলের সুর কন্ঠ ধ্বণি।
আমার হৃদয়ে এখনও বাজে শিহরণ
মোনাজাত কথা মনে পড়লে,
আমার দু চোখ দিয়ে চলে আসে পানি।
আমি চলে গেলাম পতৃক নিবাস ছেড়ে ;
ভাই, আমার কথা রাখিস মনে,
আমার বংশে হাজী আছে বহু পূর্ব থেকে,
ভাগ্য হইলো না আমার হজ্জ করতে;
আজ এত বছর পরে কথাটি বাস্তব হলো তবে;
উকিল মুন্সীর ছাএ মহিম উদ্দিন আকন্দ বলে,
আমি হজ্জ করেছি প্রায় চব্বিশ আগে।
মনের আশা পূর্ণ করলাম ভাইয়ের,
বেশি কাদায় স্মৃতি মানুষকে ;
ইমাম থাকার গুণা বলীর আরবি পড়াইত।
কোর আন পড়া মধুর সুর মানুষের মনে জাগে,
হাতে গড়া মসজিদটি পুরানো স্মৃতি আজও আছে।
নতুন করে সংস্কার হবে বুঝি এখন,
বিলিন না হয়ে সুভাষ মন্ডিত আবির
চার পাশে ইমারত সৌন্দর্য দিবে আজই,
হাদীস মিয়া প্রত্যক্ষ সাক্ষী গান গজল শুনি।
আজই মনে পড়ে ঈদগার মোনাজতের ধ্বণি।
সেই খালিয়াজুরী বৌয়ালীর মাজের পাড়ার আমি।
আরো পড়ুন: তারাকান্দায় বিজ্ঞ আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন