দুর্জয় বাংলা ডেস্কঃ করোনা ভাইরাসের জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ কেন্দুয়া এর উদ্যোগে গত২৯শে মার্চ রবিবার নেত্রকোণার কেন্দুয়া পৌর এলাকায় মাস্ক বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আদর্শ কেন্দুয়া এর প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াসির আরাফাত ভূঁইয়া, সাধারণ সম্পাদক উবায়দুল হক ভূঁইয়া, সহ-সভাপতি ইয়াসিন কবির ভূঁইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ হাসান জাকারিয়া,প্রচার সম্পাদক আব্দুল কাদির প্রান্ত,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবুল হাসেম,সমাজ সেবক মোঃ শাহীন আলম,সদস্য শাওন খান,সদস্য শফিকুল সহ অনেকেই।
মাস্ক বিতরণ কার্যক্রম সম্পর্কে সংগঠনের সভাপতি ইয়াসির আরাফাত ভূঁইয়া দুর্জয় বাংলাকে বলেন, করোনা ভাইরাস এখন সারা পৃথিবীতে মহামারী আকার ধারণ করেছে, বাংলাদেশও এর বাইরে নয়।
করোনা প্রাদুর্ভাব ঠেকাতে পুরো দেশ এখন অঘোষিত লকডাউন, সামজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে কাজ করছে সেনাবাহিনী সহ প্রায় সব বাহিনী। করোনা থেকে বাঁচতে আমাদের সবাইকে মাস্ক পরিধান করা খুবই প্রয়োজন, নিয়মিত হেন্ড সেনিডাইজার দিয়ে হাত জীবাণু মুক্ত করা অন্যথায় কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত ধোয়া খুবই প্রয়োজন।
করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বৃদ্ধিতে আমরা কেন্দুয়া পৌর এলাকায় মাস্ক বিতরণ করেছি। করোনার প্রাদুর্ভাব রোধে আদর্শ কেন্দুয়া নিয়মিত কাজ করে যাবে।
এসময় তিনি সমাজের খেটে খাওয়া যে সকল মানুষ এখন অনাহারে,অর্ধাহারে দিনাতিপাত করছে তাদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি উদাত্ত আহবান জানান।
আরো পড়ুন>> স্থানীয় সাংসদ অসীম কুমার উকিল এর নির্দেশে আটপাড়ায় মাস্ক ও সাবান বিতরণ