করোনা ভাইরাস
শাহ্ নাজ আক্তার
বিশ্ব বাসীর ক্রান্তিকালীন
সময় বুঝি আজ,
দখলে নিয়েছে পুরো পৃথিবী
করোনা ভাইরাস।
মৃত্যু ভয়ে ছুটছে মানুষ
এখান থেকে সেখানে,
হচ্ছে কি তাতে শেষ রক্ষা?
ভাইরাসের হাত থেকে।
অবরুদ্ধ বিশ্ববাসী
শুন্য বাহির বিশ্ব,
পৃথিবী সৃষ্টির পর হয়তো
কেউ দেখেনি এমন দৃশ্য।
চারিদিকে মৃত্যুর ছোবল
মৃত্যুর মিছিলে মিলেছে দেশ,
আতংকিত বিশ্ববাসী
এই বুঝি প্রাণ হয় শেষ।
নাস্তিকের মুখে ধর্মের বাণী
চাইছে ক্ষমা করজোরে,
স্বার্থবাদীর মাঝে এখন
সাম্যবাদীর খোঁজ মিলে।
কর্মজীবির কর্ম নেই আজ
অলসে দিন কাটছে,
বিদ্যালয়ে জ্ঞানের বাণী
মুখ লুকিয়ে কাঁদছে।
হতভাগ্য লাশের কপালে
শেষকৃত্যও না জুটছে,
আপনজনের আহাজারি
কোয়ারান্টাইনে ডুকছে।
প্রসাধনীর ঝকমকানি,বাহারি সাঁজ
চোখে পড়ছে না,
মুখোশে মুখ লুকাচ্ছে সবাই
কারন ভাইরাস করোনা।
উপাসনালয়ও ফাঁকা এখন
বন্ধ ধর্ম যুদ্ধ,
অন্যের ক্ষতি করছেনা কেউ
নিজেই অবরুদ্ধ।
কোথায় সম্পদ? কোথায় শক্তি?
বিদ্যে বুদ্ধির অহংকার,
আসছে না কাজে কোন কিছুই
জীবন বাঁচাবার।
স্তব্ধ বিশ্ববাসী
উপায় খুঁজে খুঁজে ক্লান্ত,
ভরসার সূর্য উঠলো না হেসে
সবই বুঝি হলো ক্ষান্ত।
পরিচ্ছন্নতা,সতর্কতা
আর ধর্মীয় বিধি বিধান,
মুক্তির পথ দেখাতে পারে
মানুষ পেতে পারে পরিত্রাণ
বিধাতা হয়তো উপায় রেখেছেন
তার সৃষ্টিকে বাঁচাবার,
ক্ষমা কর মোদের উপায় বল
পরিত্রাণ পাবার।
আরো পড়ুন>>> চিকিৎসা করতে পারছেন না কেন্দুয়ার লোকসাংস্কৃতিক শিল্পী আব্দুল হেকিম বয়াতী