13.7 C
New York
সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১

কেন্দুয়ায় এক রাতে মরে ভেসে উঠল ৩ লাখ টাকার শিং মাছ

রাখাল বিশ্বাস, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:

বিজ্ঞাপন

নেত্রকোনার কেন্দুয়ায় মৎস্য চাষীর পুকুরে এক রাতে মরে বেশে উঠল প্রায় ৩ লাখ টাকার শিং মাছ। এ ঘটনায় দিশেহারা হয়ে হাউ-মাউ করে কাঁদছেন ফিশারীর মালিক উপজেলার মাসকা ইউনিয়নের বালিজুড়া তরফপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে সুমন সরকার। খবর পেয়ে মঙ্গলবার (৩ আগস্ট) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্তকর্তা সাজ্জাত হোসেন। ঘটনাটি ঘটেছে উপজেলা মাসকা ইউনিয়নের বালিজুড়া গ্রামে।

বিজ্ঞাপন

মৎস্য কর্মকর্তা সাজ্জাত হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারলাম ২ ফুট গভীরের ৪০ শতাংশ পুকুরে ৬ কেজি রেণুপোনা ২ মাস আগে ছাড়া হয়। পুকুরের ব্যাসার্ধ ও গভীরতার তুলনায় মাছ বেশি হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে পুকুরের মালিকের দাবী, কেউ পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছেন। সে ক্ষেত্রে তাদেরকে মরামর্শ দিয়েছি থানায় অভিযোগ দেওয়ার জন্য। এ ব্যাপারে ফিশারীর মালিক সুমন সরকার জানান, ২ লাখ টাকা এনজিও হতে ঋণ এনে শিং মাছের চাষ করে ছিলাম। এই ক্ষতিতে আমি শেষ হয়ে গেছি।

তিনি আরও বলেন, সম্প্রতি আমাদের সঙ্গে জমি সংক্রান্ত ঝগড়া ও মামলা করেছেন আমাদের প্রতিবেশী প্রতিপক্ষ মজিফুর রহমান ভূইয়া নামে এক শিক্ষক। তিনি আগের দিন আমাদের বিরুদ্ধে থানায় মামলা করেন এবং পরের দিন পুকুরের মাছ মরে ভেসে উঠে। এছাড়া পুকুর পাড়ে থাকা ৫২টি কলাগাছও কেটে ফেলা হয়। তাই আমার দৃঢ় বিশ্বাস শুত্রæতা করে বিষ প্রয়োগে আমার পুকুরের মাছ মেরে ৩ লাখ টাকা ক্ষতি করা হয়েছে। আমি এর বিচার চাই।

বিজ্ঞাপন

এদিকে তানভীর হোসেন ও সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর বেলায় আমরা গিয়ে দেখি সুমন সরকারের পুকুরের শিং মাছ মরে ভেসে আছে এবং অনেক গুলো কলাগাছ পুকুর পাড়ে কাটা অবস্থায় পড়ে আছে। এ বিষয়ে জানতে চাইলে প্রতিবেশি প্রতিপক্ষ মফিজুর রহমান সাংবাদিকদের মুঠোফোনে জানান, গত শুক্রবার হইতে আমি বাড়িতে নেই। এ বিষয়ে আমি কিছুই জানিনা।

আরও পড়ুন: কক্সবাজারের টেকনাফে ইয়াবা,স্বর্ণ ও নগদ টাকাসহ আটক-২

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
x