13.7 C
New York
বৃহস্পতিবার, অক্টোবর ২১, ২০২১

কেন্দুয়ায় মিনি স্টেডিয়াম নির্মাণের আশ্বাস দিলেন ক্রীড়া উপমন্ত্রী- আরিফ খান জয়

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আয়নাল হক,বিশেষ প্রতিনিধি : কেন্দুয়ায় মিনি স্টেডিয়াম নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলার কৃতি সন্তান যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। তিনি শনিবার সন্ধ্যায় জয়হরি স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ শেষে প্রধান অতিথির বক্তৃতায় এ ঘোষণা দেন। তিনি বলেন, আগামী জানুয়ারীর মধ্যেই এ স্থাপনা নির্মাণের শুরু করা হবে। খেলার মাঠে এসময় অন্যদের মধ্যে নেত্রকোনা-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সামসুল কবির খান, কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহান সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম, পৌর মেয়র আসাদুল হক ভুঁইয়াসহ ক্রীড়ামোদী দর্শক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে ক্রীড়া উপমন্ত্রী দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার মশিউর রহমানের কেন্দুয়াস্থ বাসায় যান। সেখানে তাঁর সম্মানে জারিগান পরিবেশনা করা হয় এবং পরে তিনি নৈশ্যভোজে অংশ নেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
x