13.7 C
New York
Saturday, July 31, 2021

খন্দকার সফিকুল ইসলাম স্মৃতি পরিষদ, ময়মনসিংহ

বিজ্ঞাপন

আজ ১ আগস্ট ২০১৭ সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ শহরস্থ প্রেস পাড়ায় কোরায়শী প্রাঙ্গণে নাট্যকার ফরিদ আহমদ দুলালের সভাপাতিত্বে সদ্য প্রয়াত “ইতিহাসের পাতায় কেন্দুয়া”-র লেখক খন্দকার সফিকুল ইসলাম স্মরণে এক মুক্ত আলোচনার মাধ্যমে “খন্দকার সফিকুল ইসলাম স্মৃতি পরিষদ” নামে একটি সংগঠন গঠিত হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য যে, খন্দকার সফিকুল ইসলাম গত ২৬ জুলাই দিবাগত রাতে ১২:৩০ মি. ময়মনসিংহ শহরের বলাশপুরস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ৬৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, বড় ছেলের বউ, এক মেয়ের জামাই, এক নাতি ও অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়-স্বজন রেখে যান। খন্দকার সফিকুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউএক শাখা থেকে গ্রোগ্রাম অফিসার হিসেবে ২০১২ সালে অবসর গ্রহণ করেন।

“খন্দকার সফিকুল ইসলাম স্মৃতি পরিষদ” নামে ঐ সংগঠনের আহ্বায়ক হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন নাট্যকার ফরিদ আহমদ দুলাল। মাত্র ৪ (চার) ঘন্টা সময়ের ব্যবধানে ঐ জরুরী সভায় মোট ১০ (দশ) জন উপস্থিত হয়ে লেখকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অমৃত্যু নিষ্ঠাবান এই সৃজনমুখর মানুষটির জন্য সম্মিলিতভাবে কিছু উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন।

বিজ্ঞাপন

সিদ্ধান্তসমূহ-
ক. সেপ্টেম্বর মাসের মাঝামাঝি স্মৃতি পরিষদের ব্যানারে একটি স্মরণ সভা;
খ. স্মরণ সভায় স্মারক হিসেবে একটি প্রকাশনা সম্পাদনের প্রস্তাব গৃহীত হয়। এ বিষয়ে ৩ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়।

সম্পাদনা উপকমিটি-
১. ইয়াজদানী কোরায়শী – আহ্বায়ক
২. স্বপন ধর – সদস্য
৩. অধ্যক্ষ মান্নান ফরিদী খোকা – সদস্য সচিব

বিজ্ঞাপন

সভায় উপস্থিত সদস্যবৃন্দ-
১. ফরিদ আহমদ দুলাল
২. ইয়াজদানী কোরায়শী কাজল
৩. মান্নান ফরিদী খোকা
৪. স্বপন ধর
৫. স্বাধীন চৌধুরী
৬. আবুল কালাম আল আজাদ
৭. আলী ইউসুফ
৮. রণজিত কুমার
৯. আমজাদ দোলন
১০. নীহার লিখন

সভায় উপস্থিত সবাই স্মৃতি পরিষদের সদস্য বিবেচিত হবেন ও প্রয়োজনে আরো কিছু নাম এতে যুক্ত হবে।

বি. দ্র. খন্দকার সফিকুল ইসলামকে ঘিরে স্মৃতিচারনমূলক লেখা, ছোট প্রবন্ধ, কবিতা, “ইতিহাসের পাতায় কেন্দুয়া” নামক গ্রন্থের সমালোচনা, দুর্লভ ছবি ইত্যাদি আগামী ১৭ আগস্ট ২০১৭ তারিখের মধ্যে নিচের ঠিকানায় জমা দেয়ার জন্য আগ্রহী লেখকদেরকে অনুরোধ করা যাচ্ছে।

অধ্যক্ষ মান্নান ফরিদী খোকা
ই-মেইল: mannan.faridi@gmail.com

বিজ্ঞাপন

আপনার মন্তব্য লিখুনঃ

Please enter your comment!
Please enter your name here

বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

x