জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মাজারুল ইসলাম এমরান (২৪) হত্যা মামলার আসামি ছৈইল মিয়া কে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব-৯ এর একটি দল।
সোমবার (১১ জানুয়ারি) রাতে সিলেট শহরের মেজরটিলা এলাকা থেকে ছৈইল মিয়াকে গ্রেপ্তার করে র্যাব।
জানাযায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ছৈইল মিয়া ও একই গ্রামের হবিবুর রহমানের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে গত বছরের সেপ্টেম্বর মাসে এক সংঘর্ষে ঘটনা ঘটে এতে মাজারুল ইসলাম এমরান আহত হয়ে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়।
এই ঘটনায় ১৪ সেপ্টেম্বর তার বাবা ফয়জুল ইসলাম বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের দীর্ঘ দিন পর ছৈইল মিয়াকে র্যাব-৯ গ্রেপ্তার করে জগন্নাথপুর থানায় হস্তান্তর করে। আজ মঙ্গলবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছেন বলে জানান জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
আরো পড়ুন: শুধু শেরপুরে নয় পৌরসভার মেয়র মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক ও আ’লীগ নেতা আধার কেন্দ্রেও আলোচনায়