13.7 C
New York
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮, ২০২১

জগন্নাথপুরে মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে চুপি সারে তদন্তের অভিযোগ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বিজ্ঞাপন

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মুখলেছুর রহমানের বিরুদ্ধে চুপি সারে অভিযোগের তদন্ত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২ নভেম্বর হবিবপুর-কেশবপুর ফাজিল মাদ্রাসায় এ তদন্ত করাকালীন সময়ে আবেদনকারী মো: শুয়াইবুর রহমানকে কোন প্রকার নোটিশ না করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার তদন্ত কাজ সম্পন্ন করেছেন। আবেদনকারী উপস্থিত না থাকা সত্বেও কিভাবে শিক্ষা অফিসার তদন্ত কাজ সম্পন্ন করেছেন এ নিয়ে মিশ্র পতিক্রিয়া দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মো: শুয়াইবুর রহমান মঙ্গলবার (১০ নভেম্বর) জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বররাবরে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করেন, তার ছেলে মো: মাসহুদুর রহমান ২০২০সালে হবিবপুর-কেশবপুর ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করে। দাখিল পরীক্ষায় ব্যবহারিক ও মৌখিক বিষয়ে অধ্যক্ষ মো: আব্দুল হাকীমের যোগসাযগে সর্ব নি¤œ নাম্বার প্রদানের বিষয়ে শিক্ষামন্ত্রী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি, পরীক্ষা নিয়ন্ত্রন, জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন। আবেদনগুলোর তদন্ত গত ২ নভেম্বর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবেদনকারীকে না জানিয়ে হবিবপুর-কেশবপুর ফাজিল মাদ্রাসায় গিয়ে তদন্ত করে আসেন। তিনি বিষয়টি রহস্যজনক মনে করে সু-বিচারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমক শিক্ষা কর্মকর্তা একে এম মুখলেছুর রহমান বলেন, লোকবল সংকটের কারনে তদন্তের নোটিশ আবেদনকারীর নিকট পৌছানো সম্ভব না হলেও মোবাইল ফোনে উনাকে নোটিশ নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। তবে তিনি তদন্তকালীন সময় উপস্থিত ছিলেন না।

আরো পড়ুন: ময়মনসিংহে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
x