13.7 C
New York
শনিবার, মে ৮, ২০২১

জাতীয় পার্টি, র চেয়ারম্যন জি এম কাদের এর সাথে বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুল এর সাক্ষাত

মোঃ শফিকুল ইসলাম ফুলবাড়ীয়া প্রতিনিধি ঃ

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে ঢাকায় উত্তরাস্হ জাতীয় পার্টি,র চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এম পির বাস ভবনে জাতীয় পার্টি, র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি, র সহ- সাধারন সম্পাদক, ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর নির্বাহী সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা সমাজসেবক, সংগঠক ,রাজনীতিবিদ ও জননেতা বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুল সৌজন্য সাক্ষাত করেন।

বিজ্ঞাপন

সাংগঠনিক বিষয়ে বেশ কিছু পরামর্শ গ্রহন করেন।কথা প্রসঙ্গে জি এম কাদের সরকারের দৃষ্টি আকর্ষন করে বলেন.”করোনা র এই ক্রান্তিকাল ও কঠিন পরিস্হিতিতে অতি দ্রুত হাসপাতাল গুলোতে অক্সিজেন সমস্যা শত ভাগ সমাধান করা জরুরী, লকডাউন ব্যবস্হা শিথিল করে গরীব মানুষ কে বেচেঁ থাকার অধিকার নিশ্চিত করাও অত্যাবশ্যকীয়।স্বাস্হ্যবিধি একশতভাগ মেনে সীমিত আকারে সকল সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন মাহফিজুর রহমান বাবুল কে।

আরও পড়ুনঃ মার্কেট, শপিংমল খুলতে হলে মানতে হবে এএসপির ২ শর্ত!’

বিজ্ঞাপন

আপনার মন্তব্য লিখুনঃ

Please enter your comment!
Please enter your name here

বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

x