13.7 C
New York
সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১

জামালপুরে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী মাষ্টারের ইন্তেকাল

মোঃ শহিদুল ইসলাম তুফানঃ

বিজ্ঞাপন

জামালপুরে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী মাষ্টারের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল ২১ জুলাই সকাল ১১ টায় জামালপুর বিএডিসি মাঠে জামালপুর জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁর কফিনে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটস লরেন্স চিরান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ সুজাত আলী,জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ছানু, জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি ও জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের মাহবুব আনাম বাবলা, সিনিয়র সাংবাদিক ও জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী আজাদ মোল্লা,এছাড়া মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজায় অংশ নেয়।

উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী মাষ্টার বুধবার রাত ১২টায় পৌর এলাকার দড়িপাড়া নিজ বাড়িতে বাধ্যগত জনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি , চার ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

বিজ্ঞাপন

আরও পড়ুনঃ বিএমএসএফ এর নেতৃত্বে ময়মনসিংহে দুইশত সাংবাদিকদের ঈদ সামগ্রী বিতরন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
x