13.7 C
New York
মঙ্গলবার, মার্চ ২, ২০২১

জামালপুরে মেম্বার প্রার্থীর গুদাম থে‌কে ৪শ বস্তা সার উদ্ধার: ড্রাইভার হেলপার আটক

আফজাল শরীফ জামালপুর জেলা প্রতিনিধি

বিজ্ঞাপন

জামালপুর জেলার বকশিগঞ্জ উপ‌জেলায় মেম্বার প্রার্থীর গুদাম থে‌কে ৪শ বস্তা সার উদ্ধার ক‌রে‌ছে থানা পু‌লিশ।
আজ ১৪ জানুয়া‌রি (বৃহস্প‌তিবার) বক‌শিগঞ্জ থানা পু‌লিশ নতুন টুপকারচর গ্রামের মেম্বার প্রার্থী মঞ্জুর গুদাম থে‌কে ৪শ বস্তা সার উদ্ধার ও এক‌টি ট্রাক আটক ক‌রে‌ছে। এছাড়াও ড্রাইভার ও হেলপার‌কে পুলিশ আটক ক‌রে‌ছে।

বিজ্ঞাপন

জানা‌গে‌ছে, কু‌ড়িগ্রাম জেলার রৌমারী উপ‌জেলার মেসার্স রতন ট্রেডার্স মেলান্দহ সরকা‌রি গুদাম থে‌কে ৪শ বস্তা রাসায়‌নিক সার ক্রয় ক‌রে গত ১৩ জানুয়া‌রি রৌমারীর প‌থে যাত্রা ক‌রে। সার নি‌য়ে ট্রাক‌টি বক‌শিগঞ্জ উপ‌জেলার নতুন টুপকারচর গ্রা‌মের মেম্বার প্রার্থী মঞ্জু মিয়ার বড় ভাই দুলাল মিয়ার গুদা‌মে গোপ‌নে গুদামজাত করে।

বিষয়‌টি জানাজা‌নি হ‌য়ে পর‌লে বক‌শিগঞ্জ থানা পু‌লি‌শের হস্ত‌ক্ষে‌পে টিএস‌পি ১৮৩ বস্তা ও এমও‌পি ২১৭ বস্তা সার উদ্ধার হয়। এসময় ট্রাক‌টিও আটক হয়। মজুদকারী মঞ্জু জা‌নি‌য়ে‌ছে তারা এই সার নগদ টাকায় কি‌নে ব‌্যবসার জন‌্য মজুদ ক‌রে‌ছিল। মঞ্জু একজন প্রভাবশালী এবং রংবাজ। চোরাই সার থানা পু‌লিশ উদ্ধার ক‌রে থানা হেফাজ‌তে নি‌য়ে‌ছে। উদ্ধার অ‌ভিযা‌নে নেতৃত্ব দি‌য়ে‌ছেন এস.আই আক্রাম হো‌সেন, এসআই আবু শরীফ ও সঙ্গীয় পু‌লিশ ফোর্স। বক‌শিগঞ্জ থানা অ‌ফিসার ইনচার্জ শ‌ফিকুল ইসলাম সম্রাট জানান অ‌ভি‌যোগ পায়‌নি, অ‌ভি‌যোগ পে‌লে তদন্ত সা‌পে‌ক্ষে ব‌্যবস্থ‌া নেওয়া হ‌বে।

বিজ্ঞাপন

আরও পড়ুনঃ জামালপুরে বকশীগঞ্জে ট্রাকের চাপায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

বিজ্ঞাপন

আপনার মন্তব্য লিখুনঃ

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ সংবাদ

x