13.7 C
New York
সোমবার, জানুয়ারি ২৫, ২০২১

জামালপুরে ১০ বাড়ি লকডাউন

বিজ্ঞাপন

আফজাল শরীফ জামালপুর জেলা প্রতিনিধিঃ

বিজ্ঞাপন

জামালপুরের ইসলামপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা এক নারীর নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

ওই নারী উপজেলার পাথর্শী ইউনিয়নের ঢেঙ্গারগড় গ্রামে তার বাবার বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তিনি ঢাকায় সিআইডিতে কর্মরত একজন এসআইয়ের স্ত্রী। রবিবার বিকেলে তার নমুনা সংগ্রহ করা হয়। একই সাথে ওই বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করেছে স্বাস্থ্য বিভাগ।

বিজ্ঞাপন

ডা. এ এ এম আবু তাহের সোমবার দুপুরে বলেন, ওই নারীর শরীরে জ্বর, প্রচণ্ড গলাব্যথা ও কাঁশির উপসর্গ রয়েছে। তার কফ ও থ্রড সোয়াবের নমুনা সংগ্রহ করে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় রবিবার রাতেই ঢাকায় আইইডিসিআরে পাঠিয়েছি।

সেখান থেকে প্রতিবেদন না আসা পর্যন্ত এখনই বলা যাচ্ছে না যে ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি-না। একই সঙ্গে অসুস্থ ওই নারীকে তার বাড়িতেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া অধিকতর সতকর্তার জন্য ওই নারীর বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

বিজ্ঞাপন

আপনার মন্তব্য লিখুনঃ

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ সংবাদ

x