জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুরে শিশু সুরক্ষার লক্ষ্যে শিশু সহায়তার ফোন চাইন্ড হেল্প লাইন ১০৯৮’র সচেতনা বৃদ্বির লক্ষ্যে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। ১০ফেব্রুয়ারী সোমবার সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে চাইল্ড সেনসেটিভ সোস্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের অর্থায়নে জৈন্তাপুরে শিশু সুরক্ষার লক্ষ্যে শিশু সহায়তার ফোন চাইন্ড হেল্প লাইন ১০৯৮,র ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.কে.এম আজাদ ভূইয়া সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্ত সিলেট’র পরিচালক সন্দিপ কুমার সিংহ। বিশেষ অতিথির মধ্যে ছিলেন বিভাগীয় উপ-পরিচালক আব্দুর রফিক, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বশির উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) ফারুক হোসেন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক, চাইল্ড সেনসেটিভ সোস্যাল প্রোটেকশন কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, বাহারুল আলম বাহার, শাহ আলম চৌধুরী তোফায়েল, আমিনুর রশিদ, মোঃ ইয়াহিয়া, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল। এছাড়া হেল্প লাইন ১০৯৮’র সচেতনা বৃদ্বির লক্ষ্যে ওরিয়েন্টেশন সভায় অংশ গ্রহন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলোমান হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল তালুকদার জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল, সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধক্ষ্য আবু সুফিয়ান বেলাল, উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক হাফিজ সামছুজ্জামান, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শোয়েব আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান কবির খান, সাবেক সাধারন সম্পাদক নূরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সদস্য নাজমুল ইসলাম, সাংবাদিক সোহেল আহমদ, বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। সভায় বক্তারা বলেন, ২০১৬ সনে সামাজসেবা অধিদপ্তর শিশুদের সুরক্ষায় “১০৯৮” দ্রুত পরিসেবা প্রদানের লক্ষ্যে এই হট লাইন নাম্বার চালু করা হয়। হট লাইন নাম্বারে ফোন করতে কোন টাকার প্রয়োজন হয় না। শিশু সুরক্ষার লক্ষ্যে এবং সুরক্ষা পেতে সমাজের সকল ক্ষেত্রে নাম্বারটি দ্রুত প্রচার করা জন্য ওরিয়েন্টেশনে অংশ গ্রহনকারিদের এগিয়ে আসার আহবান জানানো হয় ।
আরো পড়ুন>>> সরিষাবাড়ীতে মাদকের আস্থানায় র্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ীর জেল