13.7 C
New York
বৃহস্পতিবার, জুন ১৭, ২০২১

ঝিনাইগাতীতে ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আলোচনা সভা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলা প্রতিনিধিঃ

বিজ্ঞাপন

‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ, সহকারী শিক্ষক রোস্তম আলী, ফাকরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ হাসানসহ অন্যান্য প্রধান শিক্ষকগণ।বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা জাতির পিতার সম্মান কোন ভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না, বিশ্বের অনেক মুসলিম দেশে ভাস্কর্য আছে, ভাস্কর্য আর মূর্তি এক নয়, যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙেছে এবং ভাঙ্গার পায়তারা করছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

আরো পড়ুন: ছিন্নমূল সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে খাবার ও মাস্ক বিতরণ

বিজ্ঞাপন

আপনার মন্তব্য লিখুনঃ

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ সংবাদ

x
error: Content is protected !!