13.7 C
New York
বৃহস্পতিবার, অক্টোবর ২১, ২০২১

ঝিনাইগাতীর ডাকুরপাড় গ্রামে স্কিম ভুক্ত জমিতে বেআইনি ভাবে পিডিবির বিদ্যুৎ সংযোগে দিয়ে পানি সেচ।

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি -

বিজ্ঞাপন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ডাকুরপাড় গ্রামের আলেছা বেগম বেশ কিছুদিন যাবত বৈধ ভাবে সাবমার্সেবল বসিয়ে স্কিমভুক্ত জমিতে কৃষকদের ধান চাষে পানি সেচ দিয়ে আসছে।

বিজ্ঞাপন

আলেছা বেগমের নলকূপ স্থাপনে লাইসেন্স নং- ৮৯/২০২১২, নলকূপের শ্রেণী- গভীর। ইতিমধ্যেই লয়খা গ্রামের নজরুল ইসলাম মানিক ও গণি মিয়া জোর পূর্বক অবৈধভাবে আলেছা বেগমের স্কিম এর ক্ষতি করার জন্য হিংসার বশ্যবতী হয়ে উল্লেখিত স্কিমভুক্ত জমিতে পানি সেচের জন্য পিডিবির লাইনে দুইটি অবৈধ সংযোগ দিয়ে পানি সেচ কার্যক্রমের বাধা সৃষ্টি করছে।

জানা যায়, নজরুল ইসলাম ও গণি মিয়া, আলেছা বেগমের স্কিমভুক্ত সাবমার্সেবল টিউবওয়েলের যাহা পল্লী বিদ্যুৎ এর এরিয়াভুক্ত জমিতে লয়খা গ্রাম হতে ডাকুরি নদীর উপর দিয়ে ফাটা তারা দিয়ে পিডিবির লাইন করে একটি গভীর নলকূপ স্থাপন করে।

বিজ্ঞাপন

এতে আলেছা বেগমের বৈধ স্কিমভুক্ত জমির সেচ কার্যক্রম ব্যহত হচ্ছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে আলেছা বেগম ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সেচ কমিটির সভাপতি এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (ক্ষুদ্র সেচ), নালিতাবাড়ী ইউনিট বরাবর ইতিমধ্যেই একটি আবেদন করেছেন।

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন ওই এলাকার ভুক্তভোগী কৃষক ও আলেছা বেগম।

বিজ্ঞাপন

আরও পড়ুনঃ মদনে এক সড়কে ১০ সেতু অকেজো

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
x