13.7 C
New York
শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১

ঝিনাইগাতীর বাঐবাধা গ্রামে সবজিসহ বোরো জমিতে বিএডিসি’র পানি পেতে কৃষকদের দাবী

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর জেলা প্রতিনিধি:

বিজ্ঞাপন

শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের প্রান্তিক কৃষকের প্রায় ৭০/৮০ একর জমিতে সিমসহ অন্যান্য সবজি আবাদ এবং বোরো আবাদের আওতায় আনতে বিএডিসি’র মাধ্যমে বাঐবাধা গ্রামে বিএডিসির স্থাপনকৃত গভীর নলকূপ থেকে পানি পেতে ওই গ্রামের কৃষকরা দাবী জানিয়েছেন।

বিজ্ঞাপন

২০ ডিসেম্বর রবিবার বিকেলে সংবাদকর্মীদের মাধ্যমে পানি পেতে বিএডিসির কর্তৃপক্ষের নিকট এ দাবী জানান ওই এলাকার প্রান্তিক কৃষকগণ। ওই এলাকার কৃষক মোতালেব, নুর নবী, আশরাফ আলীসহ বেশ কিছু কৃষক বলেন, বিএডিসি কর্তৃক স্থাপিত বাঐবাধা গ্রামের গভীর নলকূপটির আওতায় আমাদের অনাবাদি জমিতে পানি সেচের ব্যবস্থা করলে আমরা সবজিসহ বোরো আবাদ করতে পারব।বিজ্ঞাপন

এতে আমাদের মতো হত দরিদ্র কৃষকরা লাভবান হবে। এ বিষয়ে ওই স্কিমের আওতায় গভীর নলকূপের ম্যানেজার মোঃ আতাউর রহমান সাংবাদিকদের জানান, বিএডিসি অনুমোতি ও প্রয়োজনীয় ড্রেনের ব্যবস্থা করলে পানি সেচ কার্যক্রম সুবিধা মোতাবেক দেওয়া যাবে। এতে এলাকার প্রান্তিক চাষীরা লাভবান হবে। ওই স্কিমের পানি পাওয়ার আশায় ইতিমধ্যেই অনেক কৃষক ধান বীজের চারা রোপন করেছে। পানির ব্যবস্থা না হলে কৃষকরা ক্ষতিগ্রস্থ হবে। শেরপুর জেলার বিএডিসি’র (ক্ষুদ্র সেচ) প্রকল্পের সহকারী প্রকৌশলী আলাল উদ্দিন জানান, উল্লেখিত গ্রামগুলোতে অনাবাদি জমি রয়েছে। বোরো আবাদের আওতায় আনতে উধ্বর্তন কতৃর্পক্ষের সাথে যোগাযোগ করে প্রকল্প হাতে নেওয়া হবে।

আরো পড়ুন: কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আরজু ব্যাপক জনসমর্থন গড়ে তুলেছেন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
x