13.7 C
New York
বুধবার, আগস্ট ৪, ২০২১

টানা ৩০ বছর ধূমপানের পর মৃত্যু, ফুসফুস দেখে চিকিৎসকদের চোখ কপালে

বিজ্ঞাপন

অনলাইন ডেস্কঃ

বিজ্ঞাপন

টানা ৩০ বছর ধরে প্রতিদিন এক প্যাকেট করে সিগারেট খান এক ব্যক্তি। ৫২ বছর বয়সে ওই ব্যক্তি মৃত্যুর পর তার পেট কেটে ফুসফুস বের করা হয়। এরপর যা দেখলো তাতে চীনের চিকিৎসকদের চোখ রীতিমতো কপালে উঠেছে। দীর্ঘদিন ধূমপান করার কারণে ওই ব্যক্তির ফুসফুস আলকাতরার মতো কুচকুচে কালো হয়ে গিয়েছিল। ফুসফুসের বাদামি রং আর কালো মিলে অনেকটা অজগর বা অ্যানাকোন্ডা সাপের মতো মনে হচ্ছিলো।
বিজ্ঞাপন

ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ওই ব্যক্তি অঙ্গ দান করতে চেয়েছিলেন। কিন্তু চিকিৎসকেরা ব্যবহার করতে পারেননি।

জিয়াংসু শহরের উক্সি পিপলস হাসপাতালের চিকিৎসক ড. চেন অপারেশনের একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে ফুসফুসের ভয়ংকর ওই রং দেখা গেছে।

বিজ্ঞাপন
চেন সাংবাদিকদের বলেন, এই দেশে অনেকের ফুসফুসের অবস্থাই এমন। এটি আমরা অন্যের শরীরে প্রতিস্থাপন না করার সিদ্ধান্ত নিয়েছি।

অন্যদের সতর্ক করে তিনি বলেন, ‘এই ফুসফুসের দিকে তাকান-এখনো ধূমপান করার সাহস আছে?’
চেন জানান, সিটি স্ক্যান করার আগেই ওই রোগীর মৃত্যু হয়। তার কিছুক্ষণ আগে তিনি ফুসফুস দান করে যান।

বিজ্ঞাপন

আপনার মন্তব্য লিখুনঃ

Please enter your comment!
Please enter your name here

বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

x