বর্তমান আমাদের সলংগা উল্লাপাড়া নৌকার মাঝি হিসাবে এইচ.টি ইমাম এর সুযোগ্য সন্তান জনতার জননেতা তানভীর ইমাম এম.পি কে মনোনয়ন দিয়েছেন আমাদের জাতির জনক বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনা।
এর আগে তানভীর ইমাম উল্লাপাড়া সলংগার আসনে সংসদ সদস্য হওয়ায় নানা রকম উন্নয়ন করেছে এই সিরাজগঞ্জ-৪ আসনে। আমার বিশ্বাস তাকে জনগণ আবার সুযোগ দিবে।
আমার মনে হয় তরুণরাই একটা মোটা অংকের ভোট ব্যাংক। আমরা তরুণ ভোটারা আশাবাদি জননেতা জনাব তানভীর ইমাম বিপুল ভোটে জয় লাভ করবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের নতুন নেতৃত্ব নির্বাচনে তরুণরাই হবে মূলশক্তি।
তরুন প্রজন্মদের কাছে আমার একটাই প্রত্যশা আপনারা সবাই স্বাধীনতার পক্ষে শক্তি কে নৌকা মার্কায় ভোট দিয়ে এই উল্লাপাড়া সলংগার জননেতা জনাব তানভীর ইমাম কে জয় যুক্ত করুন।
এই আমার প্রত্যশা এই আমার কামনা।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু