13.7 C
New York
বুধবার, আগস্ট ৪, ২০২১

তারাকান্দায় জমজ ভাইয়ের সাথে জমজ বোনের বিয়ে

বিজ্ঞাপন

মো: শামীম হোসাইন তারাকান্দা প্রতিনিধি :

বিজ্ঞাপন

ময়মনসিংহের তারাকান্দায় গত ৭ ফ্রেবুয়ারী শুক্রবার উপজেলার ৩ নং কাকনী ইউনিয়নের কাকনী গ্রামে দুই জমজ ভাইয়ের সঙ্গে দুই জমজ বোনের বিয়ে হয়েছে।
তারাকান্দা উপজেলার কাকনী গ্রামের রেজাউল করিম হাদী সরকারের জমজ দুই ছেলে লিমন সরকার ও রিপন সরকারের বিয়ে হয় জেলার ফুলপুর উপজেলার শালিয়াকান্দা গ্রামের হাবিবুর রহমানের দুই জমজ মেয়ে তৃণা আক্তার ও তুষা আক্তারের সঙ্গে।

শনিবার বর পক্ষের বাড়ীতে তাদের বৌভাতের অনুষ্ঠান হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
রেজাউল করিম হাদী বলেন, ‘ছোটকাল হতেই আমার ও আমার স্ত্রীর ইচ্ছে ছিল জমজ ছেলেদের সঙ্গে জমজ দুই বোনের বিয়ে দিব। এক সঙ্গে একদিনে এক অনুষ্ঠানের মাধ্যমে গাঁয়ে হলুদ, বিয়ে আর বৌভাত অনুষ্ঠান করব। তবে এক সঙ্গে যে জমজ মেয়ে সহজে পাবো তেমনটা ভাবিনি। কিন্তু আমাদের সেই স্বপ্ন পুরণ হয়েছে জমজ দুই বোনকে পেয়ে। মেয়ের বাবাও এমন কথা শুনে আনন্দে আত্মহারা, রাজি হয়ে গেলেন বিয়েতে।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে ৪ লক্ষ টাকা দেনমোহরে বিয়ে হয় তাদের।
ছেলেদের বাবা রেজাউল করিম হাদী সরকার জানান, ছেলের বউদের নিজের মেয়ের মতই দেখবেন। তাদের সুখের জন্য তিনি দোয়া চেয়েছেন সবার কাছে।

আরো পড়ুন>>> গৌরীপুরে শিং মাছ চাষে জনপ্রিয় এখন আজিজুল ফর্মূলা

বিজ্ঞাপন

আপনার মন্তব্য লিখুনঃ

Please enter your comment!
Please enter your name here

বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

x