ময়মনসিংহের তারাকান্দা থানা পুুলিশের অভিযানে দীর্ঘ ২২ বছর পলাতক থাকার পর অবশেষে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করছে।
জানা গেছে ,১৯৯৮ সালের ইদ্রিস আলী হত্যা মামলা।ঘটনার পরপরই আসামি শহিদ মিয়া, পিতা:আব্দুস সোবহান, গ্রাম:তিলাটিয়া,থানা: তারাকান্দা, জেলা: ময়মনসিংহ নিরুদ্দেশ হয়ে যায়। এলাকার সাথে কোনো ধরনের যোগাযোগ ছিল না শহিদ মিয়ার।
তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের নির্দেশে এসআই আবুল কালাম আজাদ, এ এস আই রুবেল মিয়া সহ সঙ্গীয় ফোর্সসহ ৩ রাত ২ দিন অভিযানে দীর্ঘ ২২ বছর পলাতক থাকার পর তাকে ঢাকা জেলার দোহার থানা এলাকা হইতে গ্রেফতার করে।
গ্রেফতারের পর জানা যায়,উক্ত আসামি শহিদ নিজের নাম পরিবর্তন করে আলী নাম ধারণ করিয়া দোহার থানার অজপাড়া গ্রাম বানিঘাটা এলাকায় বিয়ে করে জায়গা জমি ক্রয় করে বসবাস করে আসছিল।
তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান গ্রেফতার কৃত আসামি কে ১১/০১/২০২১ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরো পড়ুন: লরি চাপায় ২জন নিহত, আহত-৩