বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলে দায়েরকৃত মিথ্যা মামলায় ফরমায়েশী রায়ের প্রতিবাদে ইসলামপুর উপজেলা ছাত্রদল, কলেজ শাখা ও পৌর শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাটনী পাড়া চৌরাস্তা মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েসের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানী, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাইম মিয়া, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির খান, পৌর ছাত্রদলের সদস্য মুঞ্জু মিয়া, আলিফ খান লোহানী, সোহেল রানা পাখী, শফিকুল, স্বপন মিয়া, সংগ্রামী দলের সভাপতি মিলন সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক বিশাল মন্ডল, সাবেক কলেজ শাখা ছাত্রদলের সহ সভাপতি মেহেদী হাসান রিয়াদ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ১৮ কোটি মানুষের জনপ্রিয় নেতা, স্বর্ণিভর বাংলার স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী আগামীর রাষ্ট্রনায়ক মজলুম জননেতা তারেক রহমানের উপর একের পর এক ফরমায়েশী রায় দিয়ে তারেক রহমান তথা জাতীয়তাবাদী শক্তিকে স্তব্ধ করা যাবে না।
আন্তর্জাতিক মিডিয়ায় দেশ যখন মাফিয়া রাষ্ট্রে রূপান্তরিত তখন জনগণের দৃষ্টিভঙ্গি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য আদালতে সরকার এই ষড়যন্ত্রমূলক মিথ্যা রায় প্রদান করে।
বক্তারা বলেন, অবিলম্বে এসব মিথ্যা মামলা ও রায় প্রত্যাহার করা না হলে অচিরেই সরকার পতনের দুর্বার গণআন্দোলন শুরু হবে।
বিক্ষোভ মিছিলে উপজেলার সকল পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ শ্রীনগরে যৌতুক ও বাল্যবিবাহ দূরীকরণ বিষয়ক কর্মশালা