13.7 C
New York
সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১

দান প্রতিদান

রোকসানা সুখী

বিজ্ঞাপন

তুমি আমার জীবনটা নিয়ে যাও
নিয়ে যাও দৃষ্টির আলো- শ্রবণশক্তি,
আশা- সততা- বিবেক- বুদ্ধি।

বিজ্ঞাপন

নিয়ে যাও বর্তমানের সব স্বপ্ন
ভবিষ্যত উজ্জ্বলতা , রঙিন আশা,
প্রভাত- জোছ্না- সুখময় নিদ্রা।

নিয়ে যাও বাকশক্তি, মায়াবী হাসি
চলার ক্ষমতা, আবেগ জড়তা
অনুভূতি- রূপ- যৌবন- মমতা।

বিজ্ঞাপন

আমার যা কিছু আছে
তোমাকে করব দান।
শুধু সেই সোনাঝরা মুহূর্ত প্রিয়
রেখো, চির অম্লান।

আরও পড়ুন: শ্রীনগরে কঠোর লকডাউনের ৫ম দিনে ২৬টি মামলা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
x