1. durjoybangla24@gmail.com : durjoy bangla : durjoy bangla
 2. afzalhossain.bokshi13@gmail.com : Afjal Sharif : Afjal Sharif
 3. aponsordar122@gmail.com : Apon Sordar : Apon Sordar
 4. awal.thakurgaon2020@gmail.com : abdul awal : abdul awal
 5. sheblikhan56@gmail.com : Shebli Shadik Khan : Shebli Shadik Khan
 6. jahangirfa@yahoo.om : Jahangir Alam : Jahangir Alam
 7. mitudailybijoy2017@gmail.com : শারমীন সুলতানা মিতু : শারমীন সুলতানা মিতু
 8. nasimsarder84@gmail.com : Nasim Ahmed Riyad : Nasim Ahmed Riyad
 9. netfa1999@gmail.com : faruk ahemed : faruk ahemed
 10. mdsayedhossain5@gmail.com : Md Sayed Hossain : Md Sayed Hossain
 11. absrone702@gmail.com : abs rone : abs rone
 12. sumonpatwary2050@gmail.com : saiful : Saiful Islan
 13. animashd20@gmail.com : Animas Das : Animas Das
 14. Shorifsalehinbd24@gmail.com : Shorif salehin : Shorif salehin
 15. sbskendua@gmail.com : Samorendra Bishow Sorma : Samorendra Bishow Sorma
 16. swapan.das656@gmail.com : Swapan Des : Swapan Des
দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৯৯ প্রতিষ্ঠানের ৩৭৮ গণমাধ্যমকর্মী, মৃত্যু-৬জন। - durjoy bangla | দুর্জয় বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২০, ০৪:৪৫ পূর্বাহ্ন
দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৯৯ প্রতিষ্ঠানের ৩৭৮ গণমাধ্যমকর্মী, মৃত্যু-৬জন।

দুর্জয় বাংলা ডেস্কঃ
 • শুক্রবার, ১৯ জুন ২০২০, ৮:২৩ অপরাহ্ণ
 • ১৫৩ বার পঠিত

একে কাওসার:

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে দেশের ৯৯টি গণমাধ্যমের ৩৭৮ জন সংবাদকর্মী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচ জন।

৯৯টি গণমাধ্যমের মধ্যে ৫২টি বিভিন্ন পত্রিকা, বিটিভিসহ ২৭টি বেসরকারি টেলিভিশন, নিউজ পোর্টাল ১৪টি, ৪টি রেডিও এবং একটি বার্তা সংস্থার সংবাদকর্মী আক্রান্ত হয়েছেন। ঢাকায় করোনা আক্রান্ত হয়েছেন ৩১৮ জন সংবাদকর্মী। ঢাকার বাইরে ৬০ জন। আক্রান্তদের মধ্যে রিপোর্টার, ফটোসাংবাদিক, সাব-এডিটর, অনুষ্ঠান বিভাগে কর্মরত, সংবাদ উপস্থাপক, মেকআপম্যানসহ বিভিন্ন বিভাগে কর্মরত।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকভিত্তিক গ্রুপ- Our Media, Our Rights (আমাদের গণমাধ্যম-আমাদের অধিকার) এর অ্যাডমিন ও ইংরেজি দৈনিক নিউএজ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক আহম্মদ ফয়েজ শুরু থেকেই দেশের করোনা আক্রান্ত সংবাদকর্মীদের তালিকা করে আসছেন। ওই গ্রুপ থেকে এসব তথ্য পাওয়া যায়।

আক্রান্ত সাংবাদিকদের তালিকা
১. ইন্ডিপেন্ডেন্ট টিভির ঢাকার ছয়জন সংবাদকর্মী, একজন ভিডিও এডিটর, একজন ক্যামেরাম্যান, চট্টগ্রাম ব্যুরো অফিসের একজন রিপোর্টার এবং একজন ক্যামেরাম্যান ও মানিকগঞ্জ প্রতিনিধিসহ মোট আক্রান্ত ১১। তাদের মধ্যে সুস্থ দুজন।
২. যমুনা টিভির চারজন রিপোর্টার, দুজন উপস্থাপক, দুজন ক্যামেরাম্যান, তিনজন ব্রডকাস্টার এবং নরসিংদী প্রতিনিধিসহ মোট আক্রান্ত ১১। তাদের মধ্যে সুস্থ দুজন।
৩. দীপ্ত টিভির ঢাকার আট সংবাদকর্মী এবং শরীয়তপুর প্রতিনিধিসহ মোট আক্রান্ত ৯; সুস্থ সাতজন।
৪. এটিএন নিউজের একজন রিপোর্টার (সুস্থ)।
৫. আমাদের নতুন সময়ের পাঁচজন সংবাদকর্মী; সুস্থ একজন।
৬. একাত্তর টিভির ডেস্কের তিনজন, দুজন রিপোর্টার, একজন প্রেজেন্টার, দুজন ক্যামেরাম্যান, একজন প্রডিউসার, একজন সাউন্ড ইঞ্জিনিয়ার, গাজীপুর প্রতিনিধি, বগুড়া প্রতিনিধি এবং নোয়াখালীর একজন ক্যামেরাম্যানসহ মোট ১৩। তাদের মধ্যে একজন সুস্থ।
৭. বাংলাদেশের খবরের একজন রিপোর্টার (সুস্থ)।
৮. নিউজ পোর্টাল প্রিমিয়ার নিউজ সিন্ডিকেট (পিএনএস’র) ১জন সংবাদকর্মী
৯. মাছরাঙা টিভির দুজন সংবাদকর্মী এবং সাধারণ সেকশন থেকে একজন কর্মকর্তাসহ আক্রান্ত তিনজন (সুস্থ ১)
১০. নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক (সুস্থ)।
১১. রেডিও টুডের একজন সাউন্ড ইঞ্জিনিয়ার এবং নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিসহ আক্রান্ত দুজন (সুস্থ ১)।
১২. ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি (সুস্থ)।
১৩. চ্যানেল আই এর ১ জন সংবাদকর্মী, ১ জন ক্যামেরাম্যান, ১ জন ভিডিও এডিটর, চট্টগ্রাম অফিসের ১ জন সংবাদকর্মী এবং অনুষ্ঠান বিভাগের ১ জনসহ আক্রান্ত ৫ জন (সুস্থ ১)
১৪. দৈনিক প্রথম আলোর ২ জন (সুস্থ ২)
১৫. দৈনিক আলোকিত বাংলাদেশের ১ জন কর্মী এবং কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি (সুস্থ)
১৬. নিউজ পোর্টাল পূর্বপশ্চিমের ১ জন সংবাদকর্মী এবং জামালপুর প্রতিনিধিসহ আক্রান্ত ২ (সুস্থ ১)
১৭. দৈনিক আজকালের খবরের বামনা (বরগুনা) প্রতিনিধি (সুস্থ)
১৮. নিউজ পোর্টাল বিবার্তার ২ জন সংবাদকর্মী (সুস্থ ১)
১৯. দৈনিক ইনকিলাবের ৩ জন সংবাদকর্মী (সুস্থ ১)
২০. দৈনিক জনতার ৩ জন সংবাদকর্মী (সুস্থ ১)
২১. দৈনিক কালের কণ্ঠের ৯ জন সংবাদকর্মী ও অন্য সেকশনের ৪ জন কর্মী এবং কুষ্টিয়া প্রতিনিধিসহ মোট আক্রান্ত ১৪ (সুস্থ ২)
২২. এনটিভির ৩ জন রিপোর্টার, ২ জন নিউজ এডিটর, অনুষ্ঠান বিভাগের ১ জন কর্মকর্তা, ৬ জন ক্যামেরাম্যান, ২ জন নিউজ প্রেজেন্টার, ১ জন মেকাপম্যান, অনুষ্ঠান বিভাগের আরও ৪, অনলাইনের ১ জন ফটোগ্রাফার এবং সাভার প্রতিনিধিসহ মোট আক্রান্ত ২৩ (সুস্থ ৩ ও মৃত্যু ১)। এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ মারা যান গত ৩১ মে।
২৩. দৈনিক আমার বার্তার সম্পাদক (সুস্থ)
২৪. আরটিভির ৬ জন সংবাদকর্মী এবং প্রোডাকশন বিভাগে ১ জনসহ মোট ৭ (সুস্থ ৪)
২৫. বাংলাভিশনের ১ জন রিপোর্টার (সুস্থ)
২৬. এসএ টিভির ঢাকায় ৪ জন সংবাদকর্মী, ১ জন প্রডিউসার, ১ জন কর্মকর্তা, ১ জন সাউন্ড এডিটর এবং গাজীপুর প্রতিনিধি ও রাজশাহীর ক্যামেরাম্যানসহ মোট ৯ জন
২৭. দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন (মৃত) এবং দৈনিকটির আরও ৪ জন সংবাদকর্মী ও জেনারেল সেকশনের ৩ জন কর্মী। সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
২৮. যশোরের স্থানীয় দৈনিক লোকসমাজের একজন সাব-এডিটর (সুস্থ)
২৯. দৈনিক প্রতিদিনের সংবাদের একজন রিপোর্টার (সুস্থ)
৩০. নতুন সময় টিভির (আইপিটিভি) একজন নিউজ প্রেজেন্টার (সুস্থ)
৩১. দৈনিক দেশ রূপান্তরের ৩ জন সংবাদকর্মী এবং চট্টগ্রাম অফিসের ১ জন ফটোগ্রাফার এবং সাভার প্রতিনিধিসহ আক্রান্ত ৫
৩২. রেডিও আমার-এর ১ জন সংবাদকর্মী
৩৩. দৈনিক ইত্তেফাকের ৭ জন সংবাদকর্মী, সম্পাদনা বিভাগের ২ জন, কম্পিউটার সেকশনের ৮ জন এবং সাধারণ সেকশনের ২ জন কর্মচারিসহ মোট ২১ জন (সুস্থ ২১)
৩৪. দেশ টিভির ২ জন সংবাদকর্মী
৩৫. বিটিভির কর্মকর্তা, কর্মচারী এবং ঢাকা ও ঢাকার বাইরের সংবাদকর্মীসহ সর্বমোট আক্রান্ত ৩১
৩৬. ডিবিসি নিউজ- এর ৩ জন সংবাদকর্মী এবং বগুড়া প্রতিনিধিসহ আক্রান্ত ৪ (সুস্থ ৩)
৩৭. দৈনিক মানবজমিনের ২ জন সংবাদকর্মী
৩৮. এটিএন বাংলার ৩ জন সংবাদকর্মী এবং মার্কেটিংয়ের ১জনসহ মোট ৪ জন
৩৯. সময় টিভির ১০ জন সংবাদকর্মী, আন্যান্য বিভাগের ৪ জন এবং চট্টগ্রাম অফিসের ১জন এবং ফেনী প্রতিনিধি ও ক্যামেরাম্যানসহ মোট আক্রান্ত ১৭ জন (সুস্থ ৩)
৪০. ডেইলি সানের ৩ জন সংবাদকর্মী এবং সাধারণ বিভাগের ২ জন কর্মীসহ আক্রান্ত ৫, (সুস্থ ২)
৪১. যায়যায়দিনের ১ জন সংবাদকর্মী এবং রিডিং সেকশেনের ১ জনসহ আক্রান্ত ২ (সুস্থ ১)
৪২. ঢাকা ট্রিবিউনের ৩ জন সংবাদকর্মী ও জেনারেল সেকশনের ১ জনসহ মোট ৪ জন (সুস্থ ৪)
৪৩. বাংলা ট্রিবিউনের ১ জন সংবাদকর্মী এবং রিডিং সেকশনের ১ জনসহ আক্রান্ত ২ জন
৪৪. একুশে টিভির ৪ জন সংবাদকর্মী
৪৫. চ্যানেল ২৪ এর ঢাকার ১৩ জন সংবাদকর্মী, ১ জন লাইটম্যান, ১ জন সাউন্ড এডিটর, সাভার প্রতিনিধি এবং চট্টগ্রাম অফিসের ১ জন রিপোর্টার ও ১ জন ক্যামেরাম্যানসহ মোট ১৮ জন (সুস্থ ৩)
৪৬. ডেইলি স্টারের ২ জন সংবাদকর্মী (সুস্থ ১)
৪৭. বার্তা সংস্থা ইউএনবির ঢাকার ১ জন সংবাদকর্মী এবং চট্টগ্রাম প্রতিনিধিসহ আক্রান্ত ২ জন
৪৮. নিউজ পোর্টাল বার্তা২৪ এর ১ জন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (সুস্থ)
৪৯. এশিয়ান টেলিভিশনের ২ জন
৫০. চট্টগ্রামের নিউজ পোর্টাল সিভয়েস২৪ডটকমের ১ জন রিপোর্টার
৫১. নিউ ন্যাশনের ১ জন সংবাদকর্মী
৫২. রেডিও ধ্বনির ১ জন সংবাদকর্মী
৫৩. নিউজ পোর্টাল ঢাকা টাইমসের মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি (সুস্থ)
৫৪. বাংলাদেশ প্রতিদিনের ৭ জন সংবাদকর্মী ও সাধারণ সেকশনের ৬ জনসহ মোট ১৩ জন (সুস্থ ৪)
৫৫. আমাদের অর্থনীতির ১ জন সংবাদকর্মী
৫৬. দৈনিক নয়া দিগন্তের ১ জন সংবাদকর্মী (সুস্থ)
৫৭. জাগো নিউজের ১ জন সংবাদকর্মী
৫৮. আমার কাগজের ১ জন সংবাদকর্মী
৫৯. দৈনিক বণিক বার্তার কম্পিউটার সেকশনের ১ জন কর্মী (সুস্থ)
৬০. দৈনিক খোলা কাগজের ১ জন সংবাদকর্মী
৬১. রেডিও ক্যাপিটালের ৩ জন কর্মী
৬২. অন্যদিগন্তের ১ জন সংবাদকর্মী
৬৩. ঢাকা ডিপ্লোমেট ডটকমের ১ জন সংবাদকর্মী (সুস্থ)
৬৪. দৈনিক জনকণ্ঠের ২ জন সংবাদকর্মী (সুস্থ ১)
৬৫. নিউজ ২৪ এর ৩ জন সংবাদকর্মী এবং নীলফামারী প্রতিনিধিসহ আক্রান্ত ৪
৬৬. দৈনিক সমকালের ১ জন কর্মকর্তা, ঢাকা অফিসের ৩ জন এবং চট্টগ্রাম অফিসের ১ জন সংবাদকর্মীসহ ৫ জন আক্রান্ত (সুস্থ ১)
৬৭. দৈনিক নতুন সংবাদের ১ জন সংবাদকর্মী
৬৮. দৈনিক মানবকণ্ঠের ১ জন সংবাকমর্কী
৬৯. দৈনিক পূর্বকোণ (চট্টগ্রাম) ২ জন সংবাদকর্মী
৭০. দৈনিক কর্ণফুলী (চট্টগ্রাম) ১ জন সংবাদকর্মী
৭১. দৈনিক আমাদের সময়ের সংবাদের ৩ জন সংবাদকর্মী এবং ওসমানী নগর (সিলেট) প্রতিনিধিসহ আক্রান্ত ৪
৭২. রাইজিংবিডির ২ জন সংবাদকর্মী (সুস্থ ১)
৭৩. বিডিনিউজ২৪ এর ১ জন সংবাদকর্মী (সুস্থ ১)
৭৪. দৈনিক সংবাদ প্রতিদিনের ১ জন সংবাদকর্মী (সুস্থ)
৭৫. নিউজ পোর্টাল সারাবাংলার ২ জন সংবাদকর্মী
৭৬. দৈনিক জবাবদিহির সহকারী সার্কুলেশন ম‌্যানেজার শেখ বারিউজ্জামান (মৃত্যু ২৯ মে)
৭৭. মোহনা টিভির ব্রডকাস্ট বিভাগের ১ জন, মার্কেটিংয়ের ১ জন, নোয়াখালী (কবিরহাট) এবং রাজশাহী প্রতিনিধিসহ মোট আক্রান্ত ৪
৭৮. অনলাইন পোর্টাল কক্সবাজার ভয়েজের ১ জন সংবাদকর্মী
৭৯. ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার প্রতিনিধি আব্দুল মোনায়েম খান (চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৭ জুন)
৮০. মাইটিভির গৌরনদি (বরিশাল) প্রতিনিধি
৮১. দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ১ জন সংবাদকর্মী
৮২. ডেইলি অবজারভারের ২ জন সংবাদকর্মী
৮৩. ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ড ১ জন সংবাদকর্মী
৮৪. নাগরিক টিভির ১ জন সংবাদকর্মী, মার্কেটিং বিভাগের ১ জন এবং গ্রাফিক্সের ১ কর্মীসহ ৩ জন আক্রান্ত
৮৫. জিটিভির ৪ জন সংবাদকর্মী এবং ১ জন মেকাপ আর্টিস্টসহ ৫ জন
৮৬. বাংলা টিভির ২ জন সংবাদকর্মী
৮৭. দৈনিক বাংলাদেশের আলোর ঢাকার ১ জন সংবাদকর্মী এবং চাঁদপুর প্রতিনিধিসহ আক্রান্ত ২ জন
৮৮. দৈনিক সংগ্রামের একজন (সুস্থ)।
৮৯. দৈনিক করতোয়ায়র বগুড়া অফিসের ১০জন সংবাদকর্মী
৯০. বাংলাদেশ বেতারের ১ জন কর্মকর্তা
৯১. নিউ এজ-এর ১ জন সংবাদকর্মী
৯২. দৈনিক আনন্দবাজারের কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৯৩. দৈনিক উত্তরকোণ (বগুড়া) সম্পাদক মোজাম্মেল হক (মৃত্যু ১১ জুন)
৯৪. বৈশাখী টেলিভিশনের ৪ জন সংবাদকর্মী
৯৫. নিউজ পোর্টাল ডেল্টা নিউজের ১ জন সংবাকর্মী
৯৬. ডেইলি বাংলাদেশ পোস্টের ১ জন সংবাদকর্মী ও ১ জন সাধারণ সেকশনের কর্মীসহ আক্রান্ত ২
৯৭. দৈনিক কক্সবাজের ১ জন সংবাদকর্মী
৯৮. আজকের সংবাদের ১ জন সংবাদকর্মী
৯৯. দৈনিক ভোরের ডাক পত্রিকার চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি গোলাম মোস্তফা ১১ জুন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে।
করোনা আক্রান্ত হয়ে যারা মারা গেছেন
১. দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন। মৃত্যু: এপ্রিল ২৮
২. দৈনিক জবাবদিহির সহকারি সার্কুলেশন ম‌্যানেজার শেখ বারিউজ্জামান। মৃত্যু: মে ২৯
৩. এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ। মৃত্যু: ৩১ মে
৪. ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার প্রতিনিধি আব্দুল মোনায়েম খান। মৃত্যু: ৭ জুন
৫. দৈনিক উত্তরকোণ (বগুড়া) সম্পাদক মোজাম্মেল হক ১১ জুন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেন।
৬. দৈনিক ভোরের ডাক পত্রিকার চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি গোলাম মোস্তফা ১১ জুন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। পরবর্তীতের তার কোভিড-১৯ রেজাল্ট পজেটিভ আসে।
করোনার উপসর্গ নিয়ে যারা মারা গেছেন
১. দৈনিক সময়ের আলোর সিনিয়র সাবএডিটর মাহমুদুল হাকিম অপু। মৃত্যু: ৬ মে
২. দৈনিক ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার আসলাম রহমান। মৃত্যু: ৭ মে
৩. দৈনিক বাংলাদেশের খবরের প্রধান আলোকচিত্রী মিজানুর রহমান খান। মৃত্যু: ২০ মে
৪. দৈনিক বগুড়া পত্রিকার বার্তা সম্পাদক ওয়াসিউর রহমান রতন ১১ জুন করোনা পরীক্ষার লাইনে থেকে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে মারা যান।
৫. সিলেটের আঞ্চলিক নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকমের (বালাগঞ্জ) প্রতিনিধি করোনার উপসর্গ নিয়ে ১৪ জুন মৃত্যুবরণ করেন।

আপনার মতামত লিখুনঃ
নিউজটি সেয়ার করার জন্য অনুরোধ রইল!
এই জাতীয় আরো সংবাদ©২০১৩-২০২০ সর্বস্তত্ব সংরক্ষিত | দুর্জয় বাংলা

কারিগরি সহযোগিতায় দুর্জয় বাংলা