13.7 C
New York
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮, ২০২১

দ্বারে বসন্ত

বিজ্ঞাপন

দ্বারে বসন্ত

বিজ্ঞাপন

জেসমিন সুলতানা চৌধুরী

মাঘের শেষে ফাগুন আসে
লাল আভায় পলাশ হাসে
কোকিলে গায় গান,
আমে মুকুল গাছের শাখে
কৃষ্ণচূড়া পথের বাঁকে
শিল্পী মনে তান।

বিজ্ঞাপন

দখিনা বায়ু আলতো বয়
উত্তরীয় হাওয়া ক্ষয়
মৌমাছিরা নাচে,
গাছের শোভা নবীন পাতা
ভয়েতে যেন তুলছে মাথা
অলিরা নাচে পাছে।
বিজ্ঞাপন

শীত আমেজ হচ্ছে শেষ
অতিথি পাখি ছাড়ছে দেশ
ফাগুন এলো বলে,
মন কাননে লাগলো দোলা
ভাবুক মন আত্ম ভোলা
নব সাজের ফলে।

ফুলের বাগে সৌরভ ভাসে
পথের ধারে শিমুল হাসে
লাগে দারুন বেশ,
ঝরা পাতার কাঁদন শেষে
সবুজ পাতা ওঠেন হেসে
রূপের নেই শেষ।

আরো পড়ুন>>> তুমি না থাকলে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
x