নাসিম আহমেদ রিয়াদ, স্টাফ রিপোর্টারঃ বাবু হাসান সম্প্রতি তার প্রথম মৌলিক গান কালনাগিনী এ্যালবামটি প্রকাশ পাওয়ার পর ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। তার প্রথম মৌলিক গানে সাড়া ফেলার পরপরই আরেকটি নতুন চমক নিয়ে হাজির হচ্ছে বাবু হাসান। গানটির কথা লিখেছেন সালেহ আহমেদ নূর,
সুর দিয়েছেন রেদুয়ান সরকার হৃদয়
সঙ্গীত আয়োজন করেছেন বাংলাদেশের স্বনামধন্য সঙ্গীত পরিচালক মুশফিক লিটু।
গানটির নাম জংলা পাখি। জানা গেছে ইতিমধ্যেই গানটির রেকোর্ডিং এর কাজ আংশিক সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই দর্শক হৃদয়ে সাড়া জাগাতে গানটি নিয়ে হাজির হবেন শিল্পী বাবু হাসান।
বাবু হাসানের জন্ম উত্তরবঙ্গের প্রবেশ দ্বার সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বেতিলের গোপরেখী গ্রামে। তাঁতশিল্প খ্যাত এই এলাকায় বাবু হাসানের নিবাস। তার পিতাঃ মোঃ জহুরুল ইসলাম এবং মাতা আয়শা খাতুন। সিরাজগঞ্জ এর গন্ডি পার করে বাবু হাসান দেশের বিভিন্ন স্থানে তার সুরের মুর্ছনায় মুগ্ধ করেছে অনেক শ্রোতার মন। পেয়েছে অনেক অনেক দোয়া ও আশীর্বাদ।
গানের মোটিভ সম্পর্কে জানতে চাইলে বাবু হাসান বলেন, ‘মানুষের মনের অব্যক্ত কথা গুলোই আমি গানের মাধ্যমে প্রকাশ করতে চাই সেই সাথে তার সামনের পথকে সুগম করার লক্ষ্যে তিনি সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।’