13.7 C
New York
সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১

নাগরপুরে উপজেলা চত্তরের গাছে গাছে মহান আল্লাহ তায়ালার জিকির

মোঃ আশরাফুল হক বাবু, নাগরপুর টাংগাইল প্রতিনিধি

বিজ্ঞাপন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা চত্তর সড়কের দুই দু’পাশ জুড়ে দাঁড়িয়ে আছে সারি সারি গাছ। সবুজের সমারোহে ভরা এসব গাছে গাছে শোভা পাচ্ছে মহান আল্লাহ তায়ালার গুনবাচক নামের জিকির।

বিজ্ঞাপন

লিফলেট গাছে পেরেক ঠুকিয়ে সাঁটানো রয়েছে- বিসমিল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ ও
ফি-আমানিল্লাহ সহ মহান আল্লাহ তায়ালার গুনবাচক ৯৯ টি নাম।
গাছে গাছে চলছে মহান আল্লাহ তায়ালার মহিমাময় নামের জিকির। যা খুব সহজেই পাথচারীর নজর কাড়ে। গাছে সাঁটানো এ ধরণের লেখা সাধারণ মানুষের নজর সহজেই কাড়ছে। আকর্ষণ বাড়িয়েছে
পথচারীদেরও। আর ধর্মপ্রাণ মানুষজন খুশি এমন মহৎ ও ব্যতিক্রমি
উদ্যোগের।

স্থানীয়দের দাবি- এসব সড়কে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটত। আল্লাহ
তায়ালার জিকির সম্বলিত এসব পোস্টার সাঁটানোর পর থেকে এখন এই সড়কে দুর্ঘটনার হিড়িক নেই। উপজেলার বাবনাপাড়া গ্রামের ছাত্র মোঃ মাহাদি হাসান বাধন বলেন, আগে উপজেলার বিভিন্ন সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

তবে এখন সড়ক দুর্ঘটনা অনেক কম। এ কারণে অনেকে মনে করেন, মহান আল্লাহ তায়ালার জিকির সম্বলিত লিফলেটগুলো গাছে লাগানোর পর থেকে দুর্ঘটনা কমে এসেছে।

আরও পড়ুন: বান্দরবানে নতুন করে ৩২ জন শনাক্ত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
x