নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর এলাকা হইতে মেহেদী হাসান খান তাওসিফ নামক একটি ছেলে হারিয়ে গত এক সপ্তাহ যাবৎ নিখোজ হয়ে আছে। তার বয়স ১৪,গায়ের রং শ্যামলা,উচ্চতা ৫ফিট ৩ইঞ্চি।
হারিয়ে যাওয়ার সময় তার পড়নে নেভীব্লো রংয়ের ট্রাউজার ও সবুজ রঙের গেঞ্জি। অনেক খোঁজাখোজির পর তার খালাতো ভাই ফারাবী ইসলাম পান্থ নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন যার নং -৭৮,তারিখ ২ এপ্রিল/২১ ।
ফারাবী ইসলাম পান্থ জানান, ১ এপ্রিল সকালে আমার খালাতো ভাই তাওসিফ আমাদের কাউকে কিছু না বলে আমাদের বাড়ী থেকে বের হয়ে যায়।
যাবার পর থেকে সে আনাদের কারো সাথে কোন যোগাযোগ রাখেনি, আমরাও তাকে অনেক খোঁজাখুজি করে পাইনি
যদি কোন সুহৃয়বান ব্যক্তি নিখোঁজ তাওসিফ এর খোঁজ পেয়ে থাকেন, তাহলে ০১৭৬০৪১১১৭১ ও
০১৭৭৫২১৯৪৬১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান ফারাবী ইসলাম পান্থ ।
আরও পড়ুনঃ শ্রীপুরে দেড়শো বছরের পুরনো রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ