আফজাল শরীফ জামালপুর জেলা প্রতিনিধিঃ
বিশ্ব মহামারী ভয়াবহ করোনার প্রভাবে কর্মজীবি লোকজন বেকার হওয়া মানুষ গুলোর জন্য নিজের জমানো অর্থে ত্রান নিয়ে এগিয়ে এলেন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কর্তাবাড়ীর হাসিবুর রহমান নাজারের কন্যা মেহেজাবিন বিনতে হাসিব অরিন এর পক্ষে ত্রাণ নিয়ে দুস্থ গরীব দুঃখীদের ঘরে ঘরে গেলেন কে.এম রাজিব আহসান সবুর।
তিনি নিজেও একজন গৃহিনী হয়েও স্বামীর সংসারে সামান্য জমানো অর্থে দিয়ে এসব ত্রান কিনে এলাকার অসহায় মানুষের জন্য সবুরের মাধ্যমে পাঠিয়েছেন।
শুধু তিনি একাই নয় এই উদ্যোগে সহযোগিতা করেছেন স্কুল শিক্ষিকা মমতাময়ী মা লাকি, ছোট ভাই দুরুন্ত ও বাবা এডভোকেট হাসিবুর রহমান নাজার।
৫কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ১কেজি পিয়াজ ও ১ লিটার তৈলসহ নিত্যপ্রয়োজনীয় পন্য নিয়ে ২০০ শতাধিক পেকেট ঘরে ঘরে সবুরের মাধ্যমে পৌছে দেওয়া হয়।
বিতরণ কালে কে.এম রাজিব আহসান সবুরকে সহযোগিতা করেছেন পারভেজ, আলমগীর হোসেন, আল আমিন, সজিব রায়হান ও রনি প্রমুখ।