13.7 C
New York
বৃহস্পতিবার, আগস্ট ৫, ২০২১

নেত্রকোনায় জেলা নেটওয়ার্কের ষান্মাসিক সভা অনুষ্ঠিত

এসএম, সারোয়ার খোকন, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার বাংলাদেশ নারী প্রগতি সংঘের ইইউসিএসও প্রকল্পের আয়োজনে এডিজি বাস্তবায়নে বাংলাদেশ নারী প্রগতি সংঘ পূর্ব কাটলী কার্যালয়ের জেলা নেটওর্য়াকের ষান্মাসিক সভা অনুষ্ঠীত হয়।

বিজ্ঞাপন

বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক মতিন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান,অধ্যাপক ননী গোপাল সরকার, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, অ্ক্্রফাম বাংলাদেশ রুরাল ম্যানেজার কাজী রাবেয়া এমি, বিএনপিএস কেন্দ্রিয় কার্যালয় সমন্বয়কারী কাজী রবিউল আলম, জেলা নেট ওয়ার্কের সভাপতি আলপনা বেগম, নেত্রকোনা কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী ,প্রকল্প সমন্বয়কারী মুক্তি মহানায়ক,জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভানেত্রী এডভোকেট দিলুয়ারা বেগম, নারী নেত্রী তাহমিনা ছাত্তার, বিবিও সদস্য সফিকুল ইসলাম কামাল প্রমুখ।বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ মাধ্যমের কর্মী, শুশিল সমাজের প্রতনিধিসহ সিবিও সদস্য গন। এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে যুবাদের কর্ম সংস্থান ও যুবাদল রেজিষ্টেশন,সিবিও পর্যায়ে প্রশিক্ষণ ও খণ গ্রহন প্রক্রিয়া,নারী নির্যাতন প্রতিরোধ,নারীদের কর্মসংস্থান,সমাজ সেবা হইতে সরকারী সেবা প্রাপ্তি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। একটি কার্যকরী পরিকল্পা প্রণয়ণ ও দায়িত্ব বন্টনের মাধ্যমে জেলা নেট ওর্য়াকের ষান্মাসিক সভার সমাপ্তি ঘটে ।

আরো পড়ুন>> বঙ্গবন্ধুর ম্যুরালে গ্যাস ফিল্ডস সিবিএ নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন!!

বিজ্ঞাপন

আপনার মন্তব্য লিখুনঃ

Please enter your comment!
Please enter your name here

বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

x