নেত্রকোনায় পারিবারিক কলহের জের ধরে শিশু আরাফতকে (৮) গলাটিপে১ হত্যার অভিযোগ উঠেছে পিতার উপর। এ ঘটনায় পিতা এরশাদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত আরাফাত সদর উপজেলার বাংলা ইউনিয়নের কান্দুলিয়া গ্রামের এরশাদ মিয়ার ছেলে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এরশাদ মিয়া তার স্ত্রীর সাথে দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলে আসছিল। এক পর্যায়ে স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে যায়। তাদের উভয়ের বাড়ী একই গ্রামে। এরই জের ধরে আজ সকালে স্ত্রীর ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে ছেলেকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।
এ ঘটনায় পিতাকে আটক করেছে পুলিশ। পরে শিশু আরাফাতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরো পড়ুনঃ গৌরীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের জরিমানা