পৃথিবী আবার সতেজ হবে
তানভীর জাহান চৌধুরী
শব্দ নিঃশব্দে চলছে
পায়ে পায়ে অজানা শত্রু
মৃু্ত্যুর খেলা খেলছে
যুদ্ধ চলছে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ
কাঁদছে আকাশ কাঁদছে বাতাস
পৃথিবী কেবলি হতাশ
অস্ত্র ছাড়াই যুদ্ধ চলছে
বাড়ছে শুধু লাশ..!
মৃত্যুপুরী পৃথিবী এখন
স্বর্গ না জানি কেমন..!
বিজ্ঞানীরা থমকে গেছে
চিকিৎসক উঠে চমকে
জীবন দিয়ে যুদ্ধ করছে
করোনা ভাইরাস মারতে
মৃত্যুর ভয় সবারই হয়
এবার মৃত্যুকে করব জয়
পৃথিবী আবার সতেজ হবে আমাদের প্রত্যয়
আরো পড়ুন>>> বারহাট্টায় ঘরে থাকছে না অনেকেই