13.7 C
New York
সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১

পোড়ামন

গুলশানা আরা রুবী

বিজ্ঞাপন

মানুষ জ্বলন্ত অগ্নিশিখা
এর হাজারো প্রমাণ আছে ,
কয়লা জ্বলে যেমন করে
ছাই হয়ে যায় ধুপ শিখার মত ।

বিজ্ঞাপন

উড়ে বেড়ায় নীল আকাশের গায়
বাতাসের মত ,
রিমি ঝিমি নুপূর পায়ে হেটে যায়
গায়ের মেয়ে জ্বলন্ত শিখার মত ।

রিম ঝিম বৃস্টিতে ভিজে চলে
জ্বলন্ত শিখা নিভে যাবে কখন ,
সে জ্বলন্ত অগ্নি শিখা কেউ দেখে না
আজ মনের মত করে ভিজবে সে ।

বিজ্ঞাপন

পাড়ার সবাই দেখবে তার কষ্টের আত্নচিৎকার
কেউ পারবে না নিভাতে যদি মন থেকে যায় না মুছে,
দিনে দিনে শুধু বেড়ে চলতেছে
তার শেষ গিয়ে কোথায় হবে
প্রতি শিখার জ্বলন্ত ;
প্রমান সরূপ জাগরিত হাজার স্মৃতি
নিভিয়ে দিলো অগ্নিশিখার আলোর ।

আরও পড়ুন: ইন্টারনেটের বিস্তারে লাইব্রেরির আবেদন শেষ হবে না- নির্মলেন্দু গুণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
x