13.7 C
New York
সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১

বকশীগঞ্জে কলেজ ছাত্রী বিয়ের দাবিতে অনশন

আফজাল শরীফ সহকারী বার্তা সম্পাদক

বিজ্ঞাপন

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামের অনার্স পড়ুয়া এক কলেজ ছাত্রী বিয়ের দাবিতে প্রেমিকের অনশনে বসেছেন।

বিজ্ঞাপন

প্রেমিকার অনশনে নিজ বাড়ী থেকে পালিয়েছে প্রেমিক ইলিয়াস হক অন্তর। ঘটনাটি অত্র উপজেলার বগারচর ইউনিয়নের খাসের গাঁও গ্রামে ঘটেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াসমীন আক্তারের (২২) সাথে পাশ্ববর্তী খাসের গাঁও গ্রামের শফিউল হকের ছেলে ইলিয়াস হক অন্তরের ৯ মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো ।

বিজ্ঞাপন

মাঝে মধ্যে দুজন একান্তভাবেও দেখাও করতো। কলেজ ছাত্রীর পরিবার জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে অন্তর তার সাথে একাধিকবার দৈহিক সম্পর্ক করেছেন।

অন্তরের বাড়ীতে কেউ না থাকায় শুক্রবার সকালে প্রেমিক অন্তর ফোন করে কলেজ ছাত্রীকে তার বাড়িতে নিয়ে যান। পরে কলেজ ছাত্রী ইয়াসমীন প্রেমিক ইলিয়াস হক অন্তরের বাড়িতে যায় এবং বিয়ের প্রস্তাপ দেন।

বিজ্ঞাপন

কিন্তু প্রেমিক অন্তর ও তার পরিবার অস্বীকৃতি জানালে বিয়ের দাবিতে অনশনে বসেন প্রেমিকা ইয়াসমিন ।

এর পরেই প্রেমিক অন্তর বাড়ি থেকে পালিয়ে যায়।

কলেজ ছাত্রীর ইয়াসমীন আক্তারের ভাই জানান, আমার বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য শারীরিক নির্যাতন করা হয়েছে।

বিভিন্ন ভাবে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে। অনশনকারী কলেজ ছাত্রী ইয়াসমীন আক্তার জানান, আমার সরলতার সুযোগ নিয়ে অন্তর আমার সর্বনাশ করেছে।

আমি আমার অধিকার অর্জন করেই বাড়িতে ফিরে যাব।

আরও পড়ুনঃ নিজ কর্মস্থলে ফিরতেই হবে বাড়তি ভাড়া গুনে যেতে হচ্ছে যাত্রীদের

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
x