জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নে ধানুয়া কামালপুর বাংলাদেশ মানবাধিকার কমিশন এর পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(২৩ জানুয়ারি শনিবার) দুপুরে বকশীগঞ্জ লাউচাপড়া বনফুল টুরিস্ট কমপ্লেক্স পরিচিতি সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত পরিচিত ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
এতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌর মেয়র ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম সওদাগর।
ধানুয়া কামালপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ মানবাধিকার কমিশনার সভাপতি মেজবাহউল হক তুহিনের সভাপত্বিতে এসময় বক্তব্য রাখেন কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল, মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জিহাদ,বাংলাদেশ মানবাধিকার কমিশনের বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহানারা বেগম, ধানুয়া কামালপুরের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্বা মজিবর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের পৌর শাখার সভাপতি প্রভাষক মোছাদ্দেকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক গোলাম রব্বানি নাদিম প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ধানুয়া কামালপুর ইউনিয়ন শাখার সদস্য বৃন্দরা।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে লটারি ও পাহাড়ী মেয়েদের এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ কারাগারে কয়েদির নারীসঙ্গ: কারা অধিদপ্তরে তোলপাড়