রুবিয়া আক্তার ঊর্মি, জেলা প্রতিনিধি,
বগুড়ায় কয়েক দিনের ভারী বর্ষনে জন দুর্ভোগে সৃষিট হয়েছে।
টানা ৩ দিনের বর্ষনে ডুবে গেছে ফসলের জমি সহ রাস্তা ঘাট।স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা।
শিবগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের রাস্তা ডুবে যাওয়ায় অনেকে অচল হয়ে পরেছে, ঠিকমত রাস্তা পারাপার হতে কস্ট হচেছ ভবানীপুর মাদ্রাসার ছাত্রছাত্রীদের।
বর্ষনের কারনে পুকুরের মাছ অন্যএ চলে যাওয়ায় লোকসান গুনছে মাছ ব্যবসায়ীরা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ভারী বর্ষন আরো কয়েকদিন থাকতে পারে।বর্ষনের কারনে জন জীবন প্রায় থেমে আছে।অফিসে ও কর্মস্থলে যেতে পারছে না খেটে খাওয়া মানুষ। ফসলের জমি ডুবে যাওয়ায় আশানুরুপ ফসল পাবে না বলে জানিয়েছে চাষীরা।
অন্যদিকে বর্ষার পানিতে মাছ ধরায় ব্যস্ত সময় পার করছে মাঝিরা।