জামালপুর জেলার সীমান্ত ভারতে মেঘালয় ঘেষা বকশীগঞ্জ উপজেলাটি আর এই উপজেলায় ধানুয়া কামালপুর লাউচাপড়া সহ কয়েকটি গ্রাম কিছু দিন পর পরই ভারতীয় বন্য হাতির আক্রমণে অনেক ক্ষয়ক্ষতি হয়।
গতকাল ২রা ডিসেম্বর বুধবার রাত আনুমানিক সাড়ে তিনটার সময় ভারতীয় বন্য হাতি এসে টান্ডব চালায়। এতে কয়েক একর জমি ক্ষয়ক্ষতি হয়েছে।
আসমত মিয়া জানান ১ একর জমি লাউগাছ ও কাঠের গাছ খেয়েছে। অপর জন কামার মিয়া বলেন, তার আলুর খেত নষ্ট করেছে প্রায়ই ১ একর জমি।
এছাড়াও বিভিন্ন সময়ে তাদের বাড়ী ঘরেও আক্রমণ করে থাকে ভারতীয় বন্য হাতিরা।
আরো পড়ুন: যে নফল নামাজে ১২ বছর ইবাদতের সাওয়াব মিলবে