13.7 C
New York
সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১

বান্দরবানে করোনা শনাক্তের হার ৩৮.৮১% এ দাড়িয়েছে!

মোঃশহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বিজ্ঞাপন

বান্দরবান স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে , বান্দরবানের ৭টি উপজেলায় করোনা আক্রান্ত অনেক রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্য বান্দরবান সদর উপজেলায় ২২৬ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ২২ জন, রোয়াংছড়ি উপজেলায় ২৬ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৮ জন, রুমা উপজেলায় ২৬জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৫ জন, থানচি উপজেলায় ৬ জন করোনা আক্রানের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৩ জন, লামা উপজেলায় ৩৫ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১২জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ৩৬ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১ জন, ও আলীকদম উপজেলায় ১৫ জন করনা কধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য বিভাগ আরো জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮হাজার ৫৮ জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৬ হাজার ১শত ২১জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।

গেল ২৪ ঘন্টায় বান্দরবান জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৬ জন । ফলে সনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮.৮১% । জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ১৩ জন, লামা উপজেলা ৪জন, আলীকদম উপজেলা ৫জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ৪ জন, ৩ জন থানচি উপজেলা বাসিন্দা। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭শত ১জন।

৩০ জুলাই শুক্রবার বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

সিভিল সার্জন তথ্যমতে, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ৯ হাজার ৬ শত ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৮ হাজার ৭শত ৬২ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১হাজার ৭শত ২৬ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪শত ৯ জন ও ১হাজার ৩শত ১০ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।

আরও পড়ুন: ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মহাসোপানে ফিরিয়ে আনতে হবে: উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
x