লতিবুর রহমান খান, বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টায় প্রাণঘাতি করোনা মোকাবেলায় বাংলাদেশ রুরাল এডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক) বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এসবের মধ্যে রয়েছে সচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্নতা, মাস্ক , জীবাণুনাশক বিতরণ, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সীমানা চিহ্নিতকরণ, বিভিন্ন মসজিদে হাত ধুয়ার ব্যবস্থা এবং ব্র্যাকের সদস্যদের বাড়িতে বাড়িতে হাত ধুয়ার ব্যবস্থা নিশ্চিতকরণ। রোববার দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোরশেদ এসব কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, ব্র্যাকের এরিয়া ম্যানেজার সুরঞ্জন চন্দ্র দে সহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন দোকানের সামনে ক্রেতাদের দাঁড়ানোর স্থান চিহ্নিতকরণ ও সড়কে জীবানুনাশক ছিটানো হয়।
আরো পড়ুন>>> বারহাট্টায় করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা চেয়ারম্যান কাশেম নেমেছেন মাঠে